আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে আসছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসবেন।

কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশ নিতে আজারবাইজানে বাকুতে যান ড. মুহাম্মদ ইউনুস। একই সম্মেলনে উপস্থিত ছিলেন ফিফার প্রেসিডেন্ট। সেখানে তার সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা এবং তাকে যুব উৎসবে অংশ নিতে আমন্ত্রণ জানান। ফলশ্রুতিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণ গ্রহণ করেন ফিফা প্রেসিডেন্ট। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার দপ্তর এই সম্পর্কে সবাইকে অবগত করেন।

সাক্ষাতের সময় ফিফা প্রেসিডেন্টের কাছে আরজিও করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। বিশ্বের সনামধন্য কয়েকটি ফুটবল দলকে বাংলাদেশে আনার ব্যাপারে তিনি জিয়ান্নি ইনফান্তিনোর সহযোগিতা চেয়েছেন।

Previous articleযেখানে পাওয়া যাবে বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের টিকেট
Next articleবাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত মালদ্বীপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here