বাংলাদেশ ফুটবলে একসময় গোলরক্ষক কোচদের জন্য বিশেষ কোনো গুরুত্ব দেওয়া হতো না; মূল কোচরাই গোলরক্ষকদের প্রশিক্ষণ দিতেন। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গোলরক্ষক কোচদের আলাদা করে মূল্যায়ন শুরু হয়েছে, এবং অনেক সাবেক ফুটবলার এই পেশায় যুক্ত হচ্ছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন নুরুজ্জামান নয়ন।

খেলোয়াড়ি জীবনে তেমন তারকাখ্যাতি না পেলেও নয়ন নিজেকে একজন দক্ষ কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কয়েক বছর আগে তিনি এশিয়ার সর্বোচ্চ গোলরক্ষক কোচিং সনদ অর্জন করেন, এবং এবার পেয়েছেন কোচদের প্রশিক্ষক হওয়ার সনদ। সম্প্রতি এএফসি আয়োজিত গোলরক্ষক কোচদের সেমিনারে অংশগ্রহণ শেষে দেশে ফিরে নয়ন জানান, “এখন থেকে আমি গোলরক্ষক কোচদের সি এবং বি ডিপ্লোমা কোর্স করাতে পারব। দেশের গোলরক্ষকদের জন্য এটি একটি বড় অগ্রগতি, কারণ আগে কখনো দেশি গোলরক্ষক ইন্সট্রাকটর ছিল না।”

সাবেক তারকা গোলরক্ষক ছাইদ হাসান কাননও এখন গোলরক্ষক কোচ হিসেবে কাজ করছেন এবং সম্প্রতি তিনি একটি কোর্সে সহকারী ইন্সট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে এএফসি স্বীকৃত প্রথম গোলরক্ষক ইন্সট্রাকটর হিসেবে নয়ন নিজেকে গড়ে তুলেছেন। নয়ন বলেন, “এএফসি প্রতিটি দেশে দক্ষ গোলরক্ষক কোচ তৈরির উদ্যোগ নিয়েছে। বাফুফে আমাকে এই কোর্সের জন্য মনোনীত করেছিল, এবং সফলভাবে কোর্স সম্পন্ন করার পর আমি এই নতুন দায়িত্ব পালন করতে প্রস্তুত।”

বাংলাদেশের অনেক ক্লাব এখনো গোলরক্ষক কোচ নিয়োগে উদাসীন থাকলেও বসুন্ধরা কিংস এ ক্ষেত্রে অনন্য উদাহরণ স্থাপন করেছে। তারা নয়নকে অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণে পাঠায়, যা নয়নের সাফল্যের জন্য বড় সহায়ক হয়েছে। ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নয়ন বলেন, “ক্লাবের সহযোগিতা ছাড়া আমি আজকের অবস্থানে আসতে পারতাম না। গোলরক্ষক কোচ হিসেবে যা কিছু অর্জন করেছি, তা আমি নতুনদের মাঝে ছড়িয়ে দিতে চাই।”

বর্তমান গোলরক্ষকদের পারফরম্যান্স নিয়ে নয়ন আশাবাদী। তিনি বলেন, “অন্যান্য পজিশনের তুলনায় গোলরক্ষক পজিশনে বাংলাদেশের খেলোয়াড়দের কার্যকরী ভূমিকা বেশি। দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা এই পজিশনে শক্ত অবস্থানে আছি এবং আশা করি ভবিষ্যতে এশিয়ান পর্যায়ে আরও এগিয়ে যাব।”

এই অর্জন ও উদ্দীপনার মাধ্যমে নয়ন বাংলাদেশের গোলরক্ষক কোচিংয়ের নতুন দ্বার উন্মোচন করেছেন এবং দেশের ফুটবল উন্নয়নে অবদান রাখার সংকল্প প্রকাশ করেছেন।

Previous articleসাফজয়ীদের সংবর্ধনা দিল সাউথ-ইস্ট ব্যাংক
Next articleসাফজয়ী পাঁচ নারী ফুটবলারকে সংবর্ধিত করল বিকেএসপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here