দক্ষিণ এশিয়া সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের পাঁচ কৃতী খেলোয়াড় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থী। বৃহস্পতিবার এই পাঁচ ফুটবলার—টুর্নামেন্টসেরা ঋতুপর্ণা চাকমা, ডিফেন্ডার আফঈদা খন্দকার প্রান্তি, স্বপ্না রানী, শাহেদা আক্তার রিপা ও মোসাম্মাৎ সাগরিকা—কে বিকেএসপি সংবর্ধনা জানায়।

প্রতিষ্ঠানটি তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা পুরস্কার প্রদান করে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম।

গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের নারী দল। ২০২২ সালেও একই মাঠে নেপালকে পরাজিত করে প্রথমবার সাফ শিরোপা অর্জন করেছিল তারা।

এই অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল আন্তর্জাতিক মঞ্চে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। ফুটবলপ্রেমী, সমর্থক, এবং ক্রীড়াঙ্গনের সবার জন্য এটি গর্ব ও আনন্দের মুহূর্ত।

Previous articleগোলরক্ষক কোচদের কোচ হলেন নয়ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here