গত শুক্রবার চ্যালেঞ্জ কাপ ফাইনালে ম্যাচ হারের জন্য সমর্থকদের ধোঁয়া নিক্ষেপকে দায়ী করেছিলেন মোহামেডানের কোচ আলফাজ আহমেদ। সেই ঘটনার বিস্তারিত উল্লেখ করে মোহামেডান ক্লাব আজ বাফুফের সাধারণ সম্পাদককে একটি চিঠি দিয়েছে। চিঠিতে তারা ঘটনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ভবিষ্যতে কিংস অ্যারেনায় কোনো ম্যাচ না খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদের সই করা এই চিঠির শিরোনাম ছিল ‘চ্যালেঞ্জ কাপের ফাইনালে ইচ্ছাকৃত অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে’। চিঠিতে তারা ম্যাচের ৬২ মিনিটে মাঠে রং নিক্ষেপ এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দিয়েছে। মোহামেডান দাবি করেছে, প্রথমার্ধে ঐ অংশে কোনো দর্শক ছিল না, কিন্তু দ্বিতীয়ার্ধে পরিকল্পিতভাবে সেখানে দর্শক প্রবেশ করে। তারা অভিযোগ করেছে, বসুন্ধরা কিংসের ৫০-৬০ জন সমর্থক তাদের গোলরক্ষককে গালিগালাজ ও ভুভুজেলার শব্দে বিরক্ত করেছে এবং তাদের খেলোয়াড়দের দিকে স্মোক ফ্লেয়ার ছুড়েছে। এ কারণে ম্যাচ বিদেশি রেফারি স্থগিত করতে বাধ্য হন।
মোহামেডানের বক্তব্য অনুযায়ী, খেলা স্থগিত হওয়ার আগে তারা ১-০ গোলে এগিয়ে ছিল। খেলা পুনরায় শুরু হওয়ার তিন মিনিটের মধ্যে কিংস সমতা আনে এবং পরে আরও দুটি গোল করে চ্যালেঞ্জ কাপ জয় করে। মোহামেডান ক্লাব খেলাটি শেষ করলেও ফুটবলের বৃহত্তর স্বার্থে বাফুফেকে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যথায় তারা ফিফার কাছে অভিযোগ করার হুঁশিয়ারি দিয়েছে।
চিঠিতে শুধু চ্যালেঞ্জ কাপ নয়, কিংস অ্যারেনায় আগের ঘটনাগুলোও তুলে ধরা হয়েছে। মোহামেডান উল্লেখ করেছে যে, প্রতিটি ম্যাচেই বসুন্ধরা কিংসের উগ্র সমর্থকরা বিপক্ষ দল এবং তাদের সমর্থকদের উদ্দেশে গালিগালাজ ও মারমুখী আচরণ করে, যা নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে। এসব কারণে মোহামেডান ক্লাব সিদ্ধান্ত নিয়েছে, তারা ভবিষ্যতে কিংস অ্যারেনায় আর খেলবে না।
মোহামেডানের এই অভিযোগের প্রেক্ষিতে ডিসিপ্লিনারি কমিটি কী সিদ্ধান্ত নেয়, সেটি এখন দেখার বিষয়। উল্লেখ্য, বসুন্ধরা কিংস ২০১৮ সালে প্রিমিয়ার লিগে খেলা শুরু করে। যদিও তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবাহনীকে ধরা হয়, তবে মাঠের প্রতিদ্বন্দ্বিতা মোহামেডানের সঙ্গেই সবচেয়ে বেশি জমে ওঠে। গত মৌসুমে কিংস অ্যারেনায় মোহামেডান একমাত্র দল হিসেবে কিংসকে হারিয়েছে এবং আগের মৌসুমেও ফেডারেশন কাপ ফাইনালে কিংসকে হারিয়েছিল। মাঠের বাইরের এই দ্বন্দ্ব এখন নতুন মাত্রা পেল।