অবশেষে নিষ্পত্তি ঘটলো বাফুফের ১৫ তম সদস্য পদের। গত ২৬ শে অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। সেবার বাফুফের সভাপতি, সহ-সভাপতির পাশাপাশি  সদস্য পদে ১৪ জন প্রার্থী নির্বাচিত হলেও ১৫ তম পদে দুই পদপ্রার্থীর মধ্যে টাই হয়। সেই টাই নিষ্পত্তির জন্য আজ আবার পুনঃনির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচন শেষে বাফুফের ১৫ তম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান মনি।

বাফুফের ১৫নং সদস্য পদে সমান ৬১টি ভোট পেয়েছিলেন এখলাছ উদ্দিন ও সাইফুর রহমান মনি। তবে ১৫নং সদস্য হিসেবে যেকোনো একজনের নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। আর সেজন্যই এই দুজনের মধ্যে যেকোন একজন নির্বাচিত হবেন। গত ৯ ই নভেম্বর বাফুফের নতুন কমিটির প্রথম সভায় সকলের সম্মতিক্রমে আজ ৩০ তারিখ পুনঃনির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজ বাফুফের পুনঃনির্বাচন বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন শুরু হয়েছিলো সকাল ১০ টায়, বেলা ১ টা পর্যন্ত নির্বাচন চলে। নির্বাচনে ভোট গ্রহণ শেষ হলে শুরু হয় ভোট গণনার প্রক্রিয়া। গণনা শেষ ফলাফল প্রকাশ করা হয়। নতুন প্রাপ্ত ফলাফল অনুযায়ী বাফুফের ১৫ তম পদে নির্বাচিত সাইফুর রহমান মনি পেয়েছেন ৫৬ ভোট। অন্য প্রার্থী এখলাছ উদ্দিন পেয়েছেন ৫১ ভোট। মোট ভোট প্রদান করেছেন ১০৭ জন কাউন্সিলর।

নির্বাচনের আগে ভোটের লড়াইয়ে এগিয়ে ছিলেন সাইফুর রহমান মনি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখলাছ উদ্দিন একজন দক্ষ ক্রীড়া সংগঠক হলেও সাইফুর রহমান মনি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়। বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় হওয়ার কারণে এখলাছ উদ্দিন থেকে তার জনপ্রিয়তা বেশী ছিলো। এছাড়া ভোটার মধ্যে সাবেক এই খেলোয়াড়ের ব্যাপক চাহিদাও ছিলো। অবশেষে পুনঃনির্বাচনে এখলাছ উদ্দিনকে ৫ ভোটের ব্যবধানে পরাজিত করে বাফুফের ১৫ তম সদস্য পদে নির্বাচিত হন সাইফুর রহমান মনি।

 

Previous articleবাফুফে কমিটির এক পদের ফয়সালা শনিবার
Next articleআবাহনী-রহমতগঞ্জের জয়ে শেষ লিগের প্রথম রাউন্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here