বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সহায়তা পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল। অবশ্য গতবছরই ফিফার অর্থায়নে অত্যাধুনিক টেকনিক্যাল সেন্টার নির্মাণের কথা ছিল। কিন্তু জমি বরাদ্দ সংক্রান্ত জটিলতায় কাজ শুরু হয়নি। এবার প্রস্তাবিত জমির বদলে অন্য জায়গায় নির্মিত হবে এই প্রকল্প।

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মহাসড়ক লাগোয়া স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের পাশে টেকনিক্যাল সেন্টারের জন্য জমি বরাদ্দ চেয়েছে বাফুফে। এর আগে কক্সবাজারের খুনিয়াপালংয়ে ২০ একর জমি বরাদ্দ দিয়েছিল তৎকালীন সরকার। তবে পরিবেশবাদীদের বাধায় সেই সংরক্ষিত বনাঞ্চলে টেকনিক্যাল সেন্টার নির্মাণ সম্ভব হয়নি। তাই এবার নতুন জায়গায় হবে এই প্রকল্প।

বাফুফে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে ১৯.১ একর জমি বরাদ্দ চেয়ে আবেদন করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রামু উপজেলার সহকারী ভূমি কমিশনারকে নির্দেশ দিয়েছেন। বাফুফে সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, রামু সহকারী ভূমি কমিশনার মো. সাজ্জাদ জাহিদসহ একটি প্রতিনিধি দল আজ (২ ডিসেম্বর) দুপুরে প্রস্তাবিত মাঠটি পরিদর্শন করেছেন। প্রশাসনিক কাগজপত্র ঠিক হলে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন তারা।

প্রস্তাবিত বাফুফে টেকনিক্যাল সেন্টারে থাকবে পুরুষ-মহিলা পৃথক দুটি ডরমিটরি, জিমনেশিয়াম, সুইমিংপুল, দুটি খেলার মাঠ। এর মধ্যে একটি ন্যাচারাল, অন্যটি টার্ফের। এই প্রকল্প নির্মাণের সব ব্যয়ভার বহন করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাংলাদেশের ফুটবলের অগ্রগতিতে এই প্রকল্প উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশা বাফুফে কর্তাদের।

Previous articleআগামীকাল মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ; মাঠে নামবে কিংস
Next articleইনজুরি কাটাতে দেশের বাইরে যাচ্ছেন বিশ্বনাথ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here