বাংলাদেশ জাতীয় দল ও বসুন্ধরা কিংসের রক্ষণভাগের অতন্দ্র প্রহরী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বনাথ ঘোষ। ক্লাব ও জাতীয় দলে বিশ্বনাথ হয়ে উঠেছেন অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ইনজুরিতে লম্বা সময় মাঠে বাইরে তিনি। উন্নত চিকিৎসার জন্য এবার তাই দেশের বাইরে যাচ্ছেন তিনি।
বিশ্বনাথ ঘোষ সবশেষ খেলেছেন সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে ভুটানের বিপক্ষে। সেখানে প্রথম ম্যাচ খেললেও দ্বিতীয় ম্যাচে আর খেলতে পারেননি। এরপর বসুন্ধরা কিংসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ, জাতীয় দলের হয়ে মালদ্বীপের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ এবং চলমান লিগে এখনো মাঠে নামা হয়নি তার। মূলত পায়ের পেশির চোটে ভুগছেন তিনি। তবে দেশে এতদিন চিকিৎসা নিলেও মূল সমস্যা উদঘাটিত হয়নি। তাই এবার উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন বিশ্বনাথ।
জানা গেছে ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে অপারেশন করা লাগতে পারে। তবে বিশ্বনাথ ঘোষ জানিয়েছেন এই বিষয়টি এখনো নিশ্চিত নয়। অফসাইডের পক্ষ থেকে বিশ্বনাথ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি এখনো নিশ্চিত নই যে কি অপারেশন লাগবে। ওখানে (থাইল্যান্ড) গেলে পরীক্ষা-নিরীক্ষা করলে বুঝতে পারবো মূল সমস্যাটা কি, যার কারণে বারবার সমস্যা হচ্ছে। আগামী ১৭ তারিখ চিকিৎসকের এপয়েন্টমেন্ট নেওয়া আছে, ১৬ তারিখ থাইল্যান্ড যাবো।”
ইনজুরিতে থাকলেও পায়ে সেভাবে ব্যথা অনুভব করছেন না বলে জানান বিশ্বনাথ। তবে অনুশীলন করলে কিংবা জিম করলে পা ফুলে যায়। তাই এবার পুরোদমে সুস্থ হয়ে মাঠে ফিরতে দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিশ্বনাথ। ইনজুরি কাটিয়ে আবারো পুরোনো রূপে মাঠে ফিরতে বদ্ধ পরিকর নির্ভরযোগ্য এই ডিফেন্ডার।