সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে গতকাল (শনিবার) রাতে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। কক্সবাজারের এক হোটেলে চ্যাম্পিয়ন ফুটবলারদের আর্থিকভাবে এক কোটি টাকা পুরস্কারের প্রদান করা হয়।

কাঠমান্ডু নারী সাফের বাংলাদেশ স্কোয়াডে থাকা ২৩ জন ফুটবলার প্রত্যেকে ৪ লাখ টাকা পেয়েছেন। কোচিং স্টাফ, ম্যানেজার ও কর্মকর্তারা পেয়েছেন ৫০ হাজার টাকা করে।

চ্যাম্পিয়নদের স্কোয়াডে থাকা ফুটবলারদের প্রত্যেকে ৪ লাখ টাকা করে পেলেও, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও সেরা গোলরক্ষক রুপ্না চাকমা পেয়েছেন অতিরিক্ত ১ লাখ ৭৫ হাজার টাকা। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনী যৌথভাবে সাফ চ্যাম্পিয়ন দলকে ১ কোটি টাকা আর্থিক পুরস্কার প্রদান করে। কক্সবাজারে অনুষ্ঠান আয়োজন ও ফুটবলারদের যাতায়াতসহ সকল ব্যবস্থাপনা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে কক্সবাজারের ইনানী সৈকত পাড়ের তারকা হোটেল বে ওয়াচ’র নিজস্ব গ্রাউন্ডে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন,

“নারী ফুটবল দল যেভাবে নিজেদের সক্ষমতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, তাতে করে নারী ফুটবলারদের থেকে প্রত্যাশা বেড়েছে দেশের ক্রীড়া প্রেমীদের। ব্যাক টু ব্যাক সাফ চ্যাম্পিয়নটা সাফল্যের সিঁড়ি হিসেবে ধরে ফুটবলের আরও বড় আসরে আসীন হতে হবে।”

সাফজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান উপস্থিত ছিলেন। বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সহ বিওএ এবং বাফুফের উর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Previous articleস্বাধীন বাংলা ফুটবল দলের আরেক ফুটবলারের প্রয়ান
Next articleক্রীড়া পরিষদের অপেশাদারিত্বে স্থগিত বিপিএলের ম্যাচ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here