উড়তে থাকা মোহামেডানকে মাটিতে নামালো রহমতগঞ্জ। বিপিএলে বসুন্ধরা কিংসকে পরাজিত করে রীতিমতো আকাশ উড়ছিলো সাদা-কালো শিবির। তবে লীগে ১০ জনের দল নিয়ে বসুন্ধরা কিংসকে হারিয়ে দিলেও ফেডারেশন কাপে সেই কাজ করতে পারলো না মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে লীগের পর ফেডারেশন কাপেও জয় পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। দারুণ ছন্দে থাকা মোহামেডানের অহংকে চুরমার করেছে পুরান ঢাকার দলটি। আজ তারা বসুন্ধরা কিংস অ্যারেনাতে মোহামেডানকে ১-০ গোলে পরাজিত করে।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধেও একই তালে চলছিলো। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিলো, তখন ম্যাচের ডেডলক ভাঙ্গেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির রাজন হাওলাদার। ৮২ মিনিটে রাজন নিজের সতীর্থকে উদ্দেশ্য করে বক্সের বামদিক থেকে কাটব্যাক করলে তা ঠেকিয়ে দেয় মোহামেডানে ডিফেন্ডার, তবে পরবর্তীতে নিজেই বল দখলে নিয়ে ডান পায়ের জোরালো শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়ায়।

৮৬ মিনিটে রহমতগঞ্জের বিদেশী খেলোয়াড় মোস্তফা বল নিয়ে এগিয়ে যেতে চাইলে তাকে ফাউল করেন মোহামেডানের জাহিদ হাসান শান্ত। পরবর্তী মোস্তফা ফাউলের বিপক্ষে প্রতিবাদ করলে তাকে আঘাত করে বসেন শান্ত। এতে করে শান্তকে  রেফারী সরাসরি লাল কার্ড দেখান। ফলে ম্যাচে পিছিয়ে পড়ার পাশাপাশি ১০ জনের দলে পরিণত হয় সাদা-কালোরা।

খেলার শেষ সময়ে গোল শোধের চেষ্টা করে মোহামেডান, তবে তা করে উঠতে পারে নি তারা। শেষে ১-০ গোলে জয় পায় রহমতগঞ্জ। এই জয়ের ফলে ফেডারেশন কাপের শুরুর ম্যাচে নিজেদের পয়েন্টের খাতা খুলেছে পুরান ঢাকার এই দলটি; বিপরীতে বিনা পয়েন্টে ফেডারেশন কাপের শুরুটা করেছে বর্তমান রানার্স আপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।

Previous articleদুই আবাহনীর লড়াইয়ে জয়ী ঢাকা!
Next articleদুই বছর মেয়াদ বাড়লো বাফুফের সাধারণ সম্পাদকের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here