বাংলাদেশের ঘরোয়া ফুটবলে দায়িত্ব পালন করা রেফারিরা বরাবরই থাকেন আলোচনার বাইরে। তারাও যে ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সেটা তেমন কারোরই ভাবনায় থাকে না। তাইতো নিজেদের প্রাপ্য অধিকার আদায়ে বেশ কয়েকবারই দাবি জানান রেফারিরা। এবার নতুন বছরে বাড়ছে রেফারিদের সুযোগ-সুবিধা!
বাফুফের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় রেফারিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি প্রসঙ্গে সিদ্ধান্ত এসেছে। একটি ম্যাচ পরিচালনার জন্য আগে রেফারি ও সহকারী রেফারিদের ভাতা ছিল চার হাজার টাকা। এবার সেটা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে। একইসঙ্গে চতুর্থ রেফারির ভাতাও এক হাজার টাকা বাড়িয়ে সাড়ে চার হাজার টাকা করা হয়েছে। এছাড়া ম্যাচ পরিচালনার জন্য যাতায়াত ভাতা করা হয়েছে আড়াই হাজার টাকা। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
বেতন-ভাতা বৃদ্ধির পর রেফারিদের বকেয়া সংক্রান্ত বিষয় নিয়েও সভায় আলোচনা হয়েছে। গত মেয়াদে দায়িত্ব পালন করা কমিটির অধীনে রেফারিদের বকেয়া পরিশোধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নতুন কমিটি। একইসঙ্গে রেফারিদের মানোন্নয়নে রেফারিজ একাডেমি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে রেফারিদের মান উন্নয়নে কাজ করা হবে।