আগামী সাত দিনের ভিতরে হ্যাভিয়ার ক্যাবরেরা ও পিটার বাটলারের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে। আজ বাফুফের কার্য নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় নি। পরবর্তীতে আলোচনার পর আগামী সাত দিনের ভিতরে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।

জেমি ডে’র প্রস্থানের পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলে দুই দফায় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ছিলেন অস্কার ব্রুজন ও মারিও লেমোস। তাদের দায়িত্ব পালন শেষে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশ দলের দায়িত্ব বুঝে নেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। ২০২২ সালে বাংলাদেশ দলের দায়িত্ব আসার পর বড়সড় পরিবর্তনের আভাস দিচ্ছিলেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। তার মাঠে বসে ঘরোয়া লীগের ম্যাচ পর্যবেক্ষণ করার স্বভাব নতুন কিছুর জানান দিচ্ছিলো। তার অধীনে বহুসময় পর বাংলাদেশ সাফের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলো।

হ্যাভিয়ার ক্যাবরেরার অধীনে সর্বমোট ৩১ ম্যাচ খেলেছে জামাল-রাকিবরা। যার মধ্যে ১৭ ম্যাচেই পরাজিত হয়েছে বাংলাদেশ। জয় পেয়েছে মাত্র ৮ ম্যাচে। তবে নিজের চুক্তির শেষ সময়ে এসে বেশ সমালোচনার মুখে পড়েছেন ক্যাবরেরা। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং মালদ্বীপের বিপক্ষে হোম সিরিজের ফলাফলের কারণে ভক্তদের তোপের মুখে পড়েন তিনি। এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফেডারেশনের সাথে চুক্তিতে আছেন ক্যাবরেরা। ধারণা করা হচ্ছে বাংলাদেশ দলের সাথে সম্পর্ক আর দীর্ঘায়িত হচ্ছে না এই স্প্যানিশের।

অন্যদিকে ক্যাবরেরার সমালোচনার সময়ে আলোচনায় চলে আসেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। নতুনত্বের সংযোজনে তার অধীনে বাংলাদেশ নারী ফুটবল দল দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতেছে। তার কর্মপরিকল্পনায় ভক্তরা যেমন মুগ্ধ তেমনি ফেডারেশনও তার গুণগান গেয়েছেন। ক্যাবরেরার অধীনে বাংলাদেশ পুরুষ দলের হতাশাজনক পারফরম্যান্সের ফলে ভক্তদের চাহিদার পাত্র বনে যান পিটার বাটলার। ভক্তকূল ক্যাবরেরার পরিবর্তে বাটলারকে জামালদের শিক্ষক হিসেবে চায়।

আজ বাফুফের কার্য নির্বাহী কমিটির সভায় জাতীয় দলের পরবর্তী কোচ নিয়ে আলোচনা হয়েছে। তবে তা আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিলো। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসে নি। আগামী সাতদিনের ভিতরে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বাফুফে’র সদস্য ও মিডিয়ার কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি বলেন,

“কোচদের নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয় নি। আগামী সাতদিনের ভিতর বাফুফে প্রেসিডেন্ট কমিটির অন্য সদস্যদের নিয়ে আবার আলোচনায় বসবেন, তখন সিদ্ধান্ত জানানো হবে।”

কে হতে যাচ্ছেন জাতীয় দলের পরবর্তী কোচ তা এখনো চূড়ান্ত হয় নি। মেয়েদের দায়িত্বে বাটলারকে চায় ফেডারেশর। ছেলেদের দায়িত্বে আসতেও পারে পরিবর্তন।

Previous articleনতুন বছরে বাড়ছে রেফারিদের সুযোগ-সুবিধা!
Next article২৯ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here