টানা দ্বিতীয়বার সাফজয়ী জাতীয় নারী ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়েছে। সাত ধাপ এগিয়ে বাংলাদেশ নারী দলের বর্তমান অবস্থান ১৩২ নম্বরে। কিন্তু এই সাফল্যের পরও মেয়েরাই যেন অবহেলিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে। অক্টোবরে চুক্তি শেষ হয়ে এখন ডিসেম্বর মাস চলছে। এখনও পর্যন্ত নতুন বেতন কাঠামোর কোনও খবর নেই।
আজ (শুক্রবার) নারী ফুটবলের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সাফ চ্যাম্পিয়ন সাবিনা’রা ১৩৯ থেকে ১৩২ নম্বরে বড় লাফ দিয়েছে। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫। গত ৩০ অক্টোবর শেষ হওয়া সাফ নারী চ্যাম্পিয়নশীপে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এর বড় প্রভাব পড়েছে এই র্যাঙ্কিংয়ে।
বর্তমানে নারী দল ছুটিতে। গত অক্টোবরে চুক্তি শেষ হওয়ায় এখন বেতন পাচ্ছেন না তারা। কেননা নতুন চুক্তি হয়নি। আদৌ নতুন করে চুক্তি হবে কিনা এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এর আগে বেতন মূলত ফিফা থেকে আসা বিভিন্ন প্রজেক্টের অধীনে অর্থ থেকে দেওয়া হতো। কিন্তু নতুন করে ফিফার অর্থায়নে বেতন দেওয়া যাবে না। কারণ ফিফার এতে সম্মতি নেই। ফিফা চায় না এভাবে জাতীয় দলে বেতন দিতে। কেননা এটি নিয়ম নয়, কোন দেশের জাতীয় দলকে ফিফা বেতন দেয় না। তারা চায় তাদের দেওয়া অর্থ যেন যেই প্রজেক্টের জন্য দেওয়া হয় সেখানেই ব্যয় হয়।
ফিফার অর্থায়নে বেতন সম্ভব নয়, তাই স্পন্সর খুঁজছে বাফুফে। স্পন্সর পেলে তখন নতুন করে চুক্তি করবে তারা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে প্রায় সব বড় সাফল্য এসেছে জাতীয় নারী দলের হাত ধরে। কিন্তু এখানেই নেই স্পন্সর!