নারী ফুটবলের উন্নয়ন অব্যাহত রাখতে নতুন বছরে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফা র্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে এখন বাংলাদেশ ১৩২তম স্থানে।
শনিবার বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ এই অর্জনকে ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,
“আমরা একসময় শীর্ষ ১০০-এর মধ্যে ছিলাম। তবে করোনার সময় খেলাধুলা বন্ধ থাকায় পিছিয়ে পড়েছিলাম। এখন ধীরে ধীরে আমরা ঘুরে দাঁড়াচ্ছি এবং আরও উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
নারী দলের পারফরম্যান্স আরও উন্নত করতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে। কিরণ জানান,
”ফেব্রুয়ারিতে নির্ধারিত সাফ নারী চ্যাম্পিয়নশিপ অনিশ্চিত হয়ে পড়েছে। সেক্ষেত্রে ওই সময়ে জাতীয় দলের জন্য প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
তিনি আরো বলেন,
“আমরা সংযুক্ত আরব আমিরাতকে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানাচ্ছি। তাদের বিপক্ষে ঘরের মাঠে খেলার ইচ্ছা আছে। তারা আমাদের চেয়ে র্যাংকিংয়ে এগিয়ে, এবং শক্তিশালী দলের সঙ্গে খেলে মেয়েদের দক্ষতা আরও বাড়ানোই আমাদের লক্ষ্য।”
দক্ষিণ এশিয়ায় টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ এখন এই অঞ্চলের বাইরে প্রতিদ্বন্দ্বিতার দিকে মনোযোগ দিচ্ছে। কিরণ বলেন,
“আমাদের লক্ষ্য এখন আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলা। এর মাধ্যমে মেয়েদের পারফরম্যান্সের উন্নতি সম্ভব।” তবে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিয়ে অর্থসংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, “বহির্বিশ্বের দলকে আনার জন্য প্রচুর অর্থ প্রয়োজন। এ বিষয়ে আমরা মার্কেটিং বিভাগের সঙ্গে আলোচনা করেছি এবং আগাম পরিকল্পনা করছি।”
এছাড়া নতুন মৌসুমে মেয়েদের লিগ আরও আকর্ষণীয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে কিরণ বলেন,
“আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করব। তারা যাতে মেয়েদের লিগে অংশ নেয়, সেই বিষয়ে আলোচনা হবে।”
তিনি আরও জানান,
“এবারের লিগটি একেবারে ভিন্ন ধাঁচের হবে। এটি কোনো সুপার লিগ নয়, বরং ভিন্ন আঙ্গিকে কিছু আয়োজনের পরিকল্পনা চলছে। এ বিষয়ে বিস্তারিত ৩০ তারিখ মিডিয়ার সামনে জানানো হবে।”