চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে গেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। চতুর্থ রাউন্ডে তারা ৩-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। আর এই জয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে এখন পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় রহমতগঞ্জ। ম্যাচের ২য় মিনিটেই এগিয়ে যায় দলটি। দলটির ঘানাইয়ান স্ট্রাইকার স্যামুয়েল বয়টেং এগিয়ে দেন দলকে। প্রথমার্ধে অবশ্য আর কোন গোলের দেখা মিলেনি। তাই ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় কামাল বাবু শিষ্যরা।
বিরতির পরও দাপট দেখায় রহমতগঞ্জ। গোল শোধে ব্রাদার্স ইউনিয়নও আক্রমণ চালায়। ম্যাচের ৭০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাদার্সকে সমতায় ফেরান সেনেগালের স্ট্রাইকার চেখ সেনে। তবে ৭৫তম মিনিটে সাজ্জাদ হোসেন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ব্রাদার্স। আর এই সুযোগটি বেশ ভালোভাবে কাজে লাগায় রহমতগঞ্জ। ৭৯তম মিনিটে নাবিব নেওয়াজ জীবনের গোলে আবারো এগিয়ে যায় রহমতগঞ্জ। আর ম্যাচের অতিরিক্ত সময়ে স্যামুয়েল বয়টেং নিজের জোড়া গোলের সঙ্গে ব্রাদার্সের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেল রহমতগঞ্জ। পয়েন্ট ও গোল ব্যবধান সমান হলেও রহমতগঞ্জের চেয়ে কম গোল করায় তৃতীয় স্থানে নেমে গেছে ঢাকা আবাহনী। আর সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ব্রাদার্স ইউনিয়ন।