এএফসি কাপ ২০২০ বাতিল হওয়ায় অনেকেই ধরে নেয় এক ম্যাচেই শেষ হচ্ছে বার্কোসের কিংস অধ্যায়। বিষয়টি আরো জোরালো হয় যখন ইতালির চতুর্থ ডিভিশনের ক্লাব এফসি মেসিনা বার্কোসকে তাদের দলে যোগ দেয়ার প্রস্তাব দেয়। কিন্তু সূত্র অনুযায়ী বাংলাদেশে এসে নতুন এক বছরের চুক্তি হয়েছে বসুন্ধরা কিংস ও আর্জেন্টিনার হার্নান বার্কোসের মধ্যে।
এএফসি কাপ ২০২০ এর প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়েছিলেন বার্কোস। একাই চার গোল করে সবাইকে জানিয়ে দেন কেন তিনি মেসি পাশে আর্জেন্টিনার হয়ে খেলতে পেরেছেন। তবে টুর্নামেন্ট বাতিল হওয়ায় হতাশ বার্কোসও। তিনি মনে করেন ভালো কিছুই হতে পারতো এবারের আসরে।
বার্কোসের কিংসে থাকার বিষয়টি আরেকটু পরিস্কার হয় এক জাতীয় দৈনিককে বলা তার কথা। তিনি বলেন, ‘সামনের এএফসি কাপই এখন আমাদের মূল লক্ষ্য। তার জন্য এখনই মাঠে নেমে পড়তে চাই। আমার মনে হচ্ছে ওদের (রোবিনহো ও ফার্নান্দেজ) সঙ্গে সামনের একটা বছর আমার দুর্দান্ত কাটবে।’ এই কথায় সমর্থকরা পরিস্কারভাবে ইঙ্গিত পায় বার্কোস অন্তত আরো একবছর বাংলাদেশ চ্যাম্পিয়নদের হয়ে মাঠ মাতাতে যাচ্ছে।