এই মৌসুমে দারুণ ছন্দে সময় পার করছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। বিপিএল ও ফেডারেশন কাপ দুই জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে পুরান ঢাকার এই দলটি। আজ ফেডারেশন কাপে ফকিরেরপুল ইয়াং ম্যানস ক্লাবের মুখোমুখি হয়েছিলো তারা। ম্যাচে ফকিরেরপুলকে ৬-০ তে হারায় রহমতগঞ্জ।

গোলের শুরুটা করেন মেরাজ হোসেন অপি। ১১ মিনিটে ফকিরেরপুলের রক্ষণের ব্যর্থ ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে মেরাজকে বল দেন স্যামুয়েল বোথেং। স্যামুয়েলের কাছ থেকে বল পেয়ে গোল করতে ভুল করেন নি মেরাজ। প্রথমার্ধের শেষ দিকে এসে লিড দ্বিগুন করেন নাবীব নেওয়াজ জীবণ।

২-০ তে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে রহমতগঞ্জ। ৫৩ মিনিটে নাবীব নেওয়াজ জীবণের পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান স্যামুয়েল বোথেং। মিনিটের তিনেক পর মোস্তফা কারাবা’র বক্সের ভেতরে করা পাস থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষক ও ডিফেন্ডারকে ভড়কে দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন নাবীব নেওয়াজ জীবণ।

ম্যাচের ৭৫ মিনিটের মাথায় নিজের হ্যাটট্রিক পূরণ করে জীবণ। ম্যাচের ফলাফল দাঁড়ায় ৫-০ তে। রহমতগঞ্জের শেষ গোলটি আসে ম্যাচের একেবারের শেষ দিকে। ফকিরেরপুলের ডিফেন্ডারদের জটলা থেকে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ তোহা। এতে করে ৬-০ গোলের জয় দিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

Previous articleচিন্তিত হামজার বাবা-মা!
Next articleচট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মোহামেডানের আধডজন গোল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here