কিংস অ্যারেনায় শুক্রবার এক উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বসুন্ধরা কিংস। শেষ মুহূর্তের গোলেই হার এড়ায় চলতি লিগে নিজেদের হারানো ছন্দ খুঁজে ফেরার চেষ্টা করা ভ্যালেরি তিতার দল।

ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ৩৮তম মিনিটে দুর্দান্ত এক গোল করে ব্রাদার্সকে এগিয়ে দেন সেনেগালের ফরোয়ার্ড চেক সিন। কৌশিকের ক্রস বুক দিয়ে নামিয়ে ডান পায়ের বুলেট গতির শটে বল জালে জড়ান তিনি। এই গোলের পর বেশ কিছু সুযোগ তৈরি করেও প্রথমার্ধে সমতা ফেরাতে ব্যর্থ হয় কিংস।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার জন্য মরিয়া হয়ে ওঠে বসুন্ধরা কিংস। তবে ব্রাদার্সের রক্ষণভাগের দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না তারা। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত গোলটি করেন মজিবুর রহমান জনি। মিগেলের নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে ব্রাদার্সের গোলরক্ষক রানাকে পরাস্ত করেন জনি।

এই ড্রয়ের ফলে পাঁচ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে কিংসের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ পয়েন্টে। শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে তারা ৮ পয়েন্টে পিছিয়ে নতুন বছর শুরু করবে। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচ খেলে ব্রাদার্স ইউনিয়নের সংগ্রহ ৮ পয়েন্ট।

বসুন্ধরা কিংসের সামনে এখন নিজেদের ছন্দ খুঁজে পাওয়ার কঠিন চ্যালেঞ্জ। লিগের বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে হবে ভ্যালেরি তিতার দলকে।

Previous articleবিপিএলে ওয়ান্ডারার্সের প্রথম জয়; ফর্টিসকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো মোহামেডান!
Next articleআবাহনীর সহজ জয়, রহমতগঞ্জের গোল উৎসব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here