বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৭ম রাউন্ডে এসে নিজেদের ৪র্থ জয় তুলে নিল ব্রাদার্স ইউনিয়ন। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে তারা হারিয়েছে ৪-১ গোলের বড় ব্যবধানে। অপরদিকে শেষ মুহূর্তের রোমাঞ্চে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে পুলিশ এফসি ও ফর্টিস এফসি। তাদের ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়।

তলানির দিকে থাকা ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় ব্রাদার্স। ম্যাচের ১৮তম মিনিটে ব্রাদার্স অধিনায়ক রহমত মিয়া দলকে এগিয়ে দেন। এর মিনিট সাতেক পর ব্যবধান দ্বিগুণ করেন সাজ্জাদ হোসেন। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ব্যবধান কমায় ওয়ান্ডারার্স। দলটির হয়ে গোল করেন আবু সুফিয়ান।

দ্বিতীয়ার্ধে একই স্কোরলাইনে এগিয়ে চলে ম্যাচ। ব্রাদার্সের আক্রমনগুলো রুখে দিয়ে চমক দেখানোর চেষ্টা চালায় ওয়ান্ডারার্স। তবে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের ধরে রাখতে পারেনি তারা। ৮৯তম মিনিটে এলিটা কিংসলে ও ইনজুরি সময়ে চেখ সেনের গোলে ৪-১ গোলের বড় জয় নিশ্চিত হয়ে যায় ব্রাদার্স ইউনিয়নের।

এই জয়ে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল ব্রাদার্স। তবে আগামীকাল আবাহনী জয় পেলে চারে নেমে যাবে তারা।

এদিকে দিনের আরেক ম্যাচে দারুন লড়াই উপহার দিয়েছে পুলিশ এফসি ও ফর্টিস এফসি। দুই দলই সমানে সমান লড়তে থাকে। তবে গোলের দেখা পায়নি কেউ।

দ্বিতীয়ার্ধেও একই অবস্থা চলমান থাকে। তবে খেলা জমে ওঠে শেষ মুহূর্তে গিয়ে। ইনজুরি সময়ের ২য় মিনিটে ফর্টিসের জালে বল জড়িয়ে জয়ের স্বপ্ন দেখান পুলিশের মোর্শেদুল ইসলাম। তবে পরের মিনিটেই পিয়াস আহমেদ নোভা ফর্টিসকে সমতায় ফেরান। ফলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

Previous articleনতুন পাঠ্যবইয়ে স্থান পেলেন জামাল ভূঁইয়া; বাদ পড়লেন কাজী সালাউদ্দিন
Next articleরহমতগঞ্জকে হারিয়ে শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থান মোহামেডানের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here