প্রিমিয়ার লিগ টেবিলে দ্বিতীয় স্থানে ওঠার লক্ষ্যে মাঠে নেমে আক্রমণাত্মক ফুটবল উপহার দিল ঢাকা আবাহনী। শনিবার ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এক লাফে তিন ধাপ ওপরে উঠে এসেছে মারুফুল হকের দল।

প্রথমার্ধের শেষ মুহূর্তে, ৪২তম মিনিটে পেনাল্টি থেকে ঢাকা আবাহনীর হয়ে প্রথম গোলটি করেন ইব্রাহিম। বক্সে ঢুকে ডিফেন্ডারকে পরাস্ত করার পর ফজলে রাব্বীর ফাউলে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। সেখান থেকে নিখুঁত শটে ব্যক্তিগত গোলের খাতা খোলেন ইব্রাহিম।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণের ধার আরও বাড়ায় আবাহনী। ৫২তম মিনিটে ডান দিক থেকে ইমনের ক্রস আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন চট্টগ্রাম আবাহনীর গোলকিপার মোহাম্মদ নাঈম। তবে তার ব্যর্থতায় বল পেয়ে যান এনামুল। সহজ টোকায় বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

৬৬তম মিনিটে মাঝমাঠ থেকে ইমনের চমৎকার রক্ষণ চেরা পাসে সুযোগ পান ইব্রাহিম। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে শটে গোলরক্ষক নাঈমকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোল করেন এই ফরোয়ার্ড।

৭১তম মিনিটে কর্নার থেকে আবাহনীর চতুর্থ গোলটি করেন বদলি খেলোয়াড় আসাদুল। মিরাজুল ইসলামের কর্নারে কেওয়াসি ডায়মন্ডের হেড প্রতিহত হয়ে জটলার মধ্যে থেকে বল পেয়ে যান আসাদুল। নিচু শটে বল জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ে সপ্তম রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আবাহনী। সাত ম্যাচের সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে মোহামেডান। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

Previous articleশুরুতে পিছিয়ে পড়েও স্বস্তির জয় পেয়েছে কিংস
Next articleম্যাচ আয়োজনে আবারো ব্যর্থ নারী কমিটি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here