ফেডারেশন কাপের নকআউট পর্বে খেলার সমীকরণ জমিয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ‘এ’ গ্রুপের শীর্ষ দল ফর্টিস এফসিকে তারা হারিয়েছে ১-০ গোলে। একই দিনে পিছিয়ে পড়েও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি।

‘এ’ গ্রুপ থেকে নকআউট পর্বে খেলার সুযোগ অর্জনে দুই দলের জন্যই গুরুত্বপূর্ন ছিল ম্যাচটি। তাই ব্রাদার্স ও ফর্টিসের ম্যাচটিতে লড়াই হয়েছে সমানে সমান। তবে ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে কাউসার আলী রাব্বি। ম্যাচের ৩৬তম মিনিটে তার একমাত্র গোলই ব্রাদার্সের জয় নিশ্চিত করে দিয়েছে।

দ্বিতীয়ার্ধে ফর্টিসের আক্রমণের সামনে প্রাচীর হয়ে দাড়ান আশরাফুল রানা। জাতীয় দলের সাবেক এই গোলকিপার অতিমানবীয় পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন।

এদিকে দিনের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে বেশিরভাগ বেঞ্চের খেলোয়াড়কে সুযোগ দেয় পুলিশ। আর এই সুযোগটি নেয়  ওয়ান্ডারার্স। ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে অধিনায়ক ইমনের গোলে এগিয়ে যায় তারা। এরপর ব্যবধান ধরে রেখে জয়ের পথে হাঁটছিল তারা।

তবে দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে ৪ মিনিটের ঝলকে জয় পায় পুলিশ এফসি। ৮৪তম মিনিটে মান্নাফ রাব্বীর গোলে ম্যাচে ফেরে তারা। আর মিনিট দুয়েক পর এসানুর রহমান পুলিশের জয় নিশ্চিত করে দেন।

ফেডারেশন কাপে ‘এ’ গ্রুপে নিজেদের ৪ ম্যাচ খেলে ফেলেছে ফর্টিস এফসি। ৭ পয়েন্ট নিয়ে অবশ্য এখনো শীর্ষে রয়েছে তারা। তবে ৩ ম্যাচ করে খেলে হেড টু হেড বিবেচনায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন। ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পুলিশ। আর শূন্য পয়েন্টে সবার তলানিতে ওয়ান্ডারার্স।

এই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ব্রাদার্সের প্রতিপক্ষ পুলিশ আর বসুন্ধরা কিংস খেলবে ওয়ান্ডারার্সের বিপক্ষে। এই দুই ম্যাচের বিজয়ী দল খেলবে নকআউট পর্বে। আপাতদৃষ্টিতে এই সমীকরণ থাকলেও ম্যাচের ফলাফল ও গোল ব্যবধান দিনশেষে পার্থক্য গড়ে দিতে পারে। তাই এই গ্রুপের চার দলেরই এখনো নকআউট পর্বে খেলার সুযোগ রয়েছে।

Previous articleশিলংয়ে হতে পারে ভারত-বাংলাদেশ লড়াই
Next articleফেডারেশন কাপ: ‘এ’ গ্রুপে জমজমাট সমীকরণ, নাটকীয় শেষ রাউন্ডের অপেক্ষা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here