বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার ওপর আস্থা রেখে তার সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের মার্চ পর্যন্ত চলমান চুক্তি বাড়িয়ে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত নবায়ন করা হচ্ছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) বাফুফের সভাপতি তাবিথ আউয়াল লন্ডনে অবস্থান করলেও ভার্চুয়াল সভায় অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যরাও।

এশিয়ান কাপ বাছাইপর্বে পুরুষ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন কাবরেরা। এই বাছাইপর্ব শুরু হবে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবং শেষ হবে ২০২৬ সালের ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে।অফসাইড কে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফের একটি নির্ভর যোগ্য সূত্র।

হাভিয়ের কাবরেরা ২০২২ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এটি তার চতুর্থ বছর হতে চলেছে। এশিয়ান কাপ বাছাইপর্বে দলের পারফরম্যান্স উন্নত করার লক্ষ্যে ফেডারেশন তার অভিজ্ঞতার ওপর আস্থা রেখেছে।

নারী জাতীয় ফুটবল দলের কোচ পিটার বাটলারের চুক্তিও নবায়ন করা হয়েছে। পিটারের চুক্তি ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।

Previous articleফেডারেশন কাপ: ‘এ’ গ্রুপে জমজমাট সমীকরণ, নাটকীয় শেষ রাউন্ডের অপেক্ষা
Next articleক্যাম্পে ফিরতে শুরু করেছেন জাতীয় নারী ফুটবলাররা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here