দীর্ঘ দুই মাসের ছুটি কাটিয়ে আবার ক্যাম্পে ফিরতে শুরু করেছেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা। খেলা না থাকায় গত বছরের নভেম্বরের তৃতীয় সপ্তাহে তাদের অনির্দিষ্টকালের জন্য ছুটি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে বুধবার (১৫ জানুয়ারি) থেকে ক্যাম্পে ফেরার নির্দেশ দিয়েছে বাফুফে।

বুধবার নির্ধারিত দিনে ক্যাম্পে উপস্থিত হয়েছেন ১৩ জন খেলোয়াড়। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, রাতে আরও কয়েকজন খেলোয়াড় ক্যাম্পে যোগ দেবেন। তবে অধিনায়ক সাবিনা খাতুনসহ কয়েকজন ফুটবলার ফেডারেশনের কাছে অতিরিক্ত ছুটির আবেদন করেছেন। তারা ১৮ জানুয়ারির মধ্যে ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গেছে।

সিনিয়র ফুটবলারদের ক্যাম্পে ফেরানোর কারণ ছিল আগামী ফেব্রুয়ারিতে ফিফা প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা। তবে দল না পাওয়ায় এই ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। বাফুফে এখন মার্চ মাসের ফিফা উইন্ডোর দিকে নজর দিচ্ছে। সাধারণ সম্পাদক জানিয়েছেন,

‘১৩টি দেশের সঙ্গে আলোচনা চলছে। তাদের সাড়া অনুযায়ী শর্টলিস্ট তৈরি করে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হবে। ৩১ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত উইন্ডোতে দুটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে।’

এদিকে, জাতীয় দলের নারী ফুটবলারদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ অক্টোবর। সাফ চ্যাম্পিয়নশিপের পর আড়াই মাস পার হলেও এখনো আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তি হয়নি। চুক্তি না থাকায় নভেম্বরে এবং ডিসেম্বরে বেতন পাননি নারী ফুটবলাররা। এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক বলেন,

‘চুক্তির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। শিগগিরই আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।’

উল্লেখ্য, বাফুফে নির্বাহী কমিটি গত ৯ নভেম্বর এক সভায় নারী ফুটবলারদের জন্য দেড় কোটি টাকার বোনাস ঘোষণা করেছিল। কিন্তু এখনো সেই অর্থ হাতে পাননি তারা।

এদিকে, ক্যাম্প শুরুর পর খেলোয়াড়রা পাচ্ছেন না তাদের প্রধান কোচ পিটার বাটলারকে। যদিও আনঅফিসিয়ালভাবে জানানো হয়েছে, তিনি দায়িত্বে থাকবেন। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। সাধারণ সম্পাদক জানিয়েছেন,

‘হেড কোচ চূড়ান্ত না হওয়া পর্যন্ত সহকারী কোচের অধীনেই ফিটনেস অনুশীলন চলবে। হেড কোচ নিশ্চিত হলে আমরা আনুষ্ঠানিকভাবে জানাব।’

Previous articleএশিয়ান কাপ বাছাইয়ের জন্য হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন
Next articleপুরোনোতেই আস্থা বাফুফের; ক্যাবরেরা-বাটলারের চুক্তি নবায়ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here