পুরোনো দুই ওস্তাদের অধীনেই থাকছে বাংলাদেশের দুই জাতীয় দল। পুরুষ দলের কোচ হিসেবে হাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তি নবায়নের খবর ছড়িয়ে পড়েছিল গতকালই। এবার সেটা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাফুফে। একইসঙ্গে নারী দলের কোচ পিটার বাটলারের সঙ্গে চুক্তি নবায়নের কথাও জানিয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে এবছরের ১৫ জানুয়ারি থেকে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত হাভিয়ের ক্যাবরেরার সঙ্গে নতুন চুক্তি করা হয়েছে। অর্থাৎ তার অধীনেই এশিয়ান কাপের বাছাইপর্বে খেলবে বাংলাদেশ। মাঝে রয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের মত মর্যাদার আসর। তাই আগামী প্রায় দেড় বছর বাংলাদেশের ডাগআউট সামলাবেন স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা।
এদিকে ক্যাবরেরার সঙ্গে মেয়াদ বৃদ্ধি হয়েছে নারী দলের কোচ পিটার বাটলারের সঙ্গেও। আরো ২ বছরের চুক্তি নবায়ন করে ইংলিশ কোচকে রেখে দিয়েছে বাফুফে। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত নারীদের কোচের দায়িত্বে থাকবেন তিনি। তার অধীনে কয়েকদিন আগেই সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে বাংলাদেশ। মাঠ ও মাঠের বাইরে তার কোচিং দর্শন ও ব্যক্তিত্ব সবার প্রশংসা কুড়িয়েছে। তাই তাকেই রেখে দিয়েছে বাফুফে।
বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বিষয়গুলো নিশ্চিত করেন। এর আগে প্রেস রিলিজ দিয়েও জানানো হয়। আমিরুল ইসলাম বাবু জানান, জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুই কোচের উপরই আস্থা রাখা হয়েছে। পিটার বাটলার বাংলাদেশে না আসলেও তার পরামর্শেই সহকারী কোচরা নারী দলের অনুশীলন শুরু করেছেন। হাভিয়ের ক্যাবরেরাও শীগ্রই জাতীয় দলকে নিয়ে তার নতুন পথচলা শুরু করবেন।