তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ। এতে ৬৪টি জেলার দল অংশগ্রহণ করবে। বিকেএসপিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। খেলা অনুষ্ঠিত হবে ১১টি ভেন্যুতে, যার মধ্যে রয়েছে নরসিংদী, রাজবাড়ী, কুমিল্লা, কক্সবাজার, ঝিনাইদহ, খুলনা, রাজশাহী, বরগুনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।
আঞ্চলিক পর্ব শেষে ১১টি চ্যাম্পিয়ন দল ও আয়োজক নোয়াখালী জেলা নিয়ে নোয়াখালীতে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্য এবং অনূর্ধ্ব-১৫ লিগ কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল করিম জানিয়েছেন, প্রতিটি জেলার দল কমপক্ষে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
তিনি বলেন,
এই টুর্নামেন্ট থেকে আমরা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার চেষ্টা করব। বিশেষত, বয়সভিত্তিক সাফ ফুটবল ও বাফুফের এলিট একাডেমির জন্য খেলোয়াড় সরবরাহে এটি একটি বড় মঞ্চ হতে পারে।
গত ডিসেম্বরে বাফুফের নির্বাহী কমিটির এক সিদ্ধান্তে ২৯টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) কমিটি বিলুপ্ত করা হয়। এসব জেলায় লিগ পরিচালনা নিয়ে তৈরি হওয়া প্রশ্নের উত্তরে মঞ্জুরুল করিম বলেন,
যেসব ডিএফএতে সমস্যা রয়েছে, সেসব স্থানে জেলা প্রশাসকের মাধ্যমে খেলার তত্ত্বাবধায়ন করা হবে।
অনূর্ধ্ব-১৫ লিগের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইউসিবি ব্যাংক। আগামী ১৯ জানুয়ারি বাফুফে ভবনে লিগটির লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে।