জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া তিন মাস পর ঢাকায় ফিরে আজ শনিবার থেকে বাফুফে-এএফসি ‘এ’ ডিপ্লোমা কোর্সে (পর্ব-১) অংশ নিয়েছেন। ডেনমার্কে পরিবারের সাথে সময় কাটিয়ে এবং নিজে অনুশীলন চালিয়ে তিনি গতকাল রাতে দেশে ফেরেন।
ঢাকায় ফিরে আজ সকালে তিনি বাফুফে ভবনে অনুষ্ঠিত এই বিশেষ কোচিং কোর্সে অংশগ্রহণ করেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামসহ মোট ২৪ জন এই কোর্সে অংশ নিয়েছেন, যার মধ্যে সাবেক ও বর্তমান খেলোয়াড় ছাড়াও বিদেশি প্রশিক্ষণার্থীরা রয়েছেন।
১২ দিনব্যাপী এই কোর্সটি পরিচালনা করছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী এবং ইন্সট্রাক্টর জুলফিকার মাহমুদ মিন্টু। জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের জন্য এ কোর্সের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এটি শেষ করে তারা সরাসরি প্রো লাইসেন্স কোর্সে অংশ নিতে পারবেন।
কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের পর বাফুফে ফুটবল একাডেমির তরুণ ফুটবলারদের সঙ্গে সময় কাটান জামাল। শিশু ফুটবলারদের মধ্যে নতুন জার্সি বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত হয়ে জামাল বলেন,
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুব ভালো লাগছে। ছোট ছোট ছেলেমেয়েরা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে। ওদের দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। ওরা হয়তো আমাকে আদর্শ মানে, এটা আমার জন্য গর্বের মুহূর্ত।
তিনি তরুণ ফুটবলারদের উদ্দেশে আরও বলেন,
যে স্বপ্ন তোমরা দেখছো, সেটাকে তাড়া করতে হবে। নিজের লক্ষ্যে বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে।