বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে বেশ দুর্বিষহ সময় যাচ্ছে বসুন্ধরা কিংসের। ৮ম রাউন্ড শেষে বর্তমান চ্যাম্পিয়নরা ছিল ৫ম স্থানে। এবার ঘরের মাঠে আবারো পয়েন্ট হারিয়েছে তারা। ঘরের মাঠে ফর্টিস এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বসুন্ধরা কিংস।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের ১১তম মিনিটে এগিয়ে যায় কিংস। মিগুয়েল ফিগেইরার কর্নার থেকে তপু বর্মনের দুর্দান্ত হেড জালের ঠিকানা খুঁজে নেয়; উল্লাসে মেতে উঠে কিংসের সমর্থকরা। তবে এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা চালালেও সফল হয়নি কিংস। ফলে ১-০ ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে আক্রমণের পরিমাণ বাড়ায় ফর্টিস। বিপরীতে বসুন্ধরা কিংসও ব্যবধান বাড়ানোর চেষ্টা করে। তবে ম্যাচের ৬৩তম মিনিটে বদলি নামা মোহাম্মদ আব্দুল্লাহ দুর্দান্ত এক গোলে ফর্টিসকে সমতায় ফেরান; স্বস্তি ফিরে দলটির ডাগআউটে। গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ভ্যালেরিউ তিতা শিষ্যরা। তবে ফর্টিসের রক্ষণ বারবার দৃঢ়তার পরিচয় দেয়।

ম্যাচের শেষ দিকে মাঠে ফ্লেয়ার ছুঁড়ে মারে কিংসের সমর্থকরা। ফলে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। এরপর আবার শুরু হয় খেলা। ইনজুরি সময়ে একাধিক ভালো সুযোগ তৈরি করে কিংস। সোহেল রানার শট ক্রসবারে আঘাত করে ফিরে আসলে জয়ের দেখা পাওয়া হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। বিপরীতে ফর্টিস এফসিও কাউন্টার অ্যাটাকে ভীতি ছড়ায় তবে তারাও গোলের দেখা পায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে ৪র্থ স্থানে উঠে এসেছে বসুন্ধরা কিংস। আর ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানেই থাকলো ফর্টিস এফসি। আগামী সপ্তাহে ৯ম রাউন্ডের খেলা দিয়ে শেষ হবে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগ।

Previous articleরহমতগঞ্জকে হারিয়ে দ্বিতীয় স্থান মজবুত করলো আবাহনী
Next articleসিলেট থেকে শুরু হচ্ছে বাফুফের প্রতিভা অন্বেষণ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here