ফেনীতে ‘মাদক মুক্ত সমাজ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত ফেনী ফুটবল ফিয়েস্তার ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল (২১ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করে।

জমজমাট ফাইনালে দাদা-নাতি ফ্যাশন টাইব্রেকারে রামপুর সুপার কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে। টুর্নামেন্টে দাদা-নাতি ফ্যাশনের সম্রাট ফাইনাল সেরা ও টুর্নামেন্ট সেরার পুরস্কার লাভ করেন। এছাড়া সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রামপুর সুপার কিংসের আবির।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন ফেনী জেলা জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী।

এই টুর্নামেন্ট ফেনীর ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করেছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে উৎসাহিত করার বার্তা ছড়িয়েছে।

Previous articleফেডারেশন কাপে আবাহনী ও রহমতগঞ্জের দাপুটে জয়
Next articleস্বাধীন বাংলা ফুটবল দলের ভাতা বৃদ্ধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here