ফেডারেশন কাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলায় নিজেদের ম্যাচে দারুণ জয় পেয়েছে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী ও মোহামেডান।
আবাহনী ও রহমতগঞ্জের কোয়ালিফায়ার পরবর্তী রাউন্ড নিশ্চিত হয়েছিল আগেই। তবে আজকের ম্যাচটি ছিল গ্রুপসেরা হওয়ার লড়াই। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয় দুই দল। শুরুতে এগিয়ে যেতে পারতো রহমতগঞ্জ, কিন্তু মুন্না সহজ সুযোগ হাতছাড়া করেন। ফলে প্রথমার্ধেই তাকে বদলি করেন রহমতগঞ্জের কোচ কামাল বাবু। ম্যাচের ১২ মিনিটেই এনামুল গাজীর গোলের সুবাদে লিড নেয় আবাহনী। শাহরিয়ার ইমনের বাড়ানো বল থেকে বক্সের ভেতর দাঁড়িয়ে জোরালো শটে বল জালে জড়ান গাজী।
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে অধিনায়ক হৃদয় ইব্রাহিমের ক্রসে লাফিয়ে হেড করে গোল করলে আবাহনীর জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং বেশ কয়েকবার আবাহনীর ডিফেন্সে চাপ সৃষ্টি করলেও গোলরক্ষক মিতুল মারমার দৃঢ়তায় সফল হতে পারেননি। এমনকি আবাহনীর শাহরিয়ার ইমনও ভালো দুটি গোলের সুযোগ হাতছাড়া করেন। ফেডারেশন কাপে এখনো কোনো গোল হজম করেনি আবাহনী।
একই গ্রুপের নিয়মনক্ষার আরেক ম্যাচে মোহামেডান ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে। গত শুক্রবারই লিগে এই ফকিরেরপুলের কাছে ০-১ গোলে হেরে পয়েন্ট খোয়ানো মোহামেডান এবার প্রতিশোধ নিয়েছে। প্রথমার্ধে ১০ ও ২৭ মিনিটে মইনের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সাদা-কালো শিবির। তবে ফকিরেরপুল ৩৫ ও ৩৯ মিনিটে রাফায়েল টুডু ও আকবিরের গোলে সমতা ফেরায়।
দ্বিতীয়ার্ধেও লড়াই জমে ওঠে, তবে ৬৭ মিনিটে ফকিরেরপুলের গ্যান্ত দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে তারা ১০ জনের দলে পরিণত হয়। ৭৩ মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে পিছিয়ে পড়ে ফকিরেরপুল। এরপর ৮২ ও ৮৫ মিনিটে আরিফের জোড়া গোল মোহামেডানের জয় নিশ্চিত করে।
৮ এপ্রিল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। ১৫ এপ্রিল দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ লড়বে। এরপর ২২ এপ্রিল বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার ম্যাচের পরাজিত দল এবং ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচের বিজয়ী দল মোকাবিলা করবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২ মে।