বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গঠিত বিশেষ তদন্ত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। কমিটির প্রধান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানের নেতৃত্বে গঠিত এই কমিটি প্রথম দিনে সাতজন নারী ফুটবলারের বক্তব্য শুনেছে।
রবিবার বাফুফে ভবনে তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা শুনানিতে উপস্থিত ছিলেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, শিউলি আজিম, সাথী বিশ্বাস, মনিকা চাকমা, নাসরিন আক্তার, সুমাইয়া ও সাগরিকা।
শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির প্রধান ইমরুল হাসান। তিনি জানান,
‘আজ আমরা সাতজন ফুটবলারের বক্তব্য শুনেছি। কাল আরও কিছু ফুটবলারের সঙ্গে কথা বলবো। প্রয়োজনে অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলবো। আমরা যে লিখিত অভিযোগ পেয়েছি, সেটির ওপর ভিত্তি করেই তদন্ত পরিচালিত হচ্ছে। কেন এমন পরিস্থিতি সৃষ্টি হলো, সেটি উদঘাটন করাই আমাদের লক্ষ্য।’
তদন্ত কমিটিতে কোন সাবেক কোচের উপস্থিতি থাকলে বিশ্লেষণ সহজ হতো কি না, এমন প্রশ্নের উত্তরে ইমরুল হাসান বলেন,
‘আমাদের কমিটিতে সাবেক তারকা ফুটবলার (ছাইদ হাসান কানন) রয়েছেন। এছাড়াও, বাকি সদস্যরাও ফুটবল সংশ্লিষ্ট। তাই আমরা যথাযথভাবে বিশ্লেষণ চালিয়ে যাচ্ছি।’
কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা সম্পর্কে তিনি বলেন,
‘আমরা আশাবাদী যে নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রতিবেদন জমা দিতে পারবো।’