দেশের প্রতিভাবান কিশোর ফুটবলারদের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ প্রতিযোগিতার প্রথম পর্বের কুমিল্লা জোন উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রথম দিনের খেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম ম্যাচে কুমিল্লা জেলা দল ২-১ গোলের ব্যবধানে চাঁদপুর জেলা দলকে পরাজিত করে। অন্য ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল ৪-২ গোলে লক্ষ্মীপুর জেলা দলকে হারিয়ে জয়লাভ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মঞ্জুরুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ কমিটির সদস্য রকিবুল ইসলাম, রাহাত মিতু, মাহমুদুর রহমান, ইকবাল বাহারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের কিশোর ফুটবলাররা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার অনুপ্রেরণা পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Previous article৩ ক্লাবের নজরে এডওয়ার্ড মোরিও; দৌড়ে এগিয়ে মোহামেডান
Next articleজুনে মাঠে গড়াবে পাইওনিয়ার ফুটবল লিগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here