দেশের ফুটবল কাঠামোর অন্যতম ভিত্তি পাইওনিয়ার ফুটবল লিগ দুই বছরের বিরতির পর আসন্ন জুন মাসে আবার মাঠে গড়াতে যাচ্ছে। বয়সভিত্তিক এই তৃণমূল ফুটবল প্রতিযোগিতার সর্বশেষ আসর ২০২২ সালের মে থেকে জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বরিশাল ফুটবল একাডেমি শিরোপা জয় করে।

লিগের ২৯তম আসরটি মূলত ২০২৩ সালের ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল, তবে ভেন্যু সংকটের কারণে এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। কিন্তু  এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন হয় এবং এতে করে পাইওনিয়ার ফুটবল লিগে জন্য নতুনভাবে দায়িত্ব নেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য হাজী টিপু সুলতান। দেশের পত্রিকা ডেইলি সানকে তিনি জানান, “আমরা এই বছর প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা করেছি এবং সম্ভাব্য তারিখ ১৫ জুন। ”

তিনি আরও বলেন, “প্রথমে আমরা অনূর্ধ্ব-১৪ দলগুলোকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু যথেষ্ট সাড়া পাইনি। তাই আমরা পরিকল্পনা পরিবর্তন করে আসন্ন আসরের জন্য অনূর্ধ্ব-১৫/১৬ দলগুলোকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি।”

কিন্তু অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের পর টিপু সুলতান নভেম্বর মাসে কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তবে এখনও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেননি। তাই লিগের কার্যক্রম এখনও শুরু হয়নি।

Previous articleজাতীয় অনূর্ধ্ব-১৫ ফুটবল লিগ কুমিল্লা পর্বের উদ্বোধন
Next articleকমলাপুরের সঙ্গে রাজশাহীতেও এলিট একাডেমির আবাসন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here