ফুটবল উন্নয়নে তৃণমূল থেকেই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করছে বাফুফের নতুন কমিটি। প্রতিভাবান ফুটবলারদের তুলে আনতে এবার বাধ্যতামূলক করছে দেশের সকল জেলায় জেলা লিগ আয়োজন। আর লিগ আয়োজন করতে না পারলে স্ব স্ব জেলার ফুটবল এসোসিয়েশনকে শাস্তি পেতে হবে। এমন সিদ্ধান্তই নিয়েছে বাফুফে।

জাতীয় দলের সাবেক ফুটবলার ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেনকে চেয়ারম্যান করে জেলা ফুটবল লিগ কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে মাগুরা, নড়াইল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, মাদারীপুর, ফরিদপুর, সিলেট, ময়মনসিং, নারায়ণগঞ্জ, গাজীপুর, দিনাজপুর ও সুনামগঞ্জ জেলায় লিগ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে অন্য জেলায়ও লিগ শুরুর লক্ষ্যে কাজ করবে বাফুফের এই কমিটি।

প্রথম সভা শেষে জেলা ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন,

‘এরই মধ্যে ১৩-১৪টি জেলা লিগ খেলার জন্য তৈরি হয়ে গেছে। আমি বলেছি, লিগ সব জেলায় আয়োজন করা বাধ্যতামূলক। এটা কীভাবে আকর্ষণীয় করা যায় সেটাই ভাবছি। এরপর আমরা সব জেলা চ্যাম্পিয়ন দল নিয়ে সারা দেশে একটা টুর্নামেন্ট করবো। শুরুতে সব জেলায় লিগ আয়োজন একটু কষ্টসাধ্যই হবে। কিন্তু যেসব জেলায় খেলা আয়োজনে সমস্যা রয়েছে সেই জেলার সঙ্গে কমিটি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবে।’

Previous articleব্রাদার্স যোগ দিলেন জামাল ভূঁইয়া
Next articleএকুশে পদক পাচ্ছে সাফজয়ী নারী দল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here