বাংলাদেশের নারী ফুটবলে চলমান কোচ ও সিনিয়র খেলোয়াড়দের বিদ্রোহের মধ্যেই কেন্দ্রীয় চুক্তি সম্পন্ন করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে চুক্তির বাইরে রয়েছেন বিদ্রোহী ১৮ জন ফুটবলার! তাদের নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বাফুফে।

বাফুফে সূত্র জানিয়েছে, ক্যাম্পে থাকা ৩৬ জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি সাক্ষর করেছে বাফুফে। এখন থেকে তারা বেতনের আওতায় আসবেন। তবে অধিনায়ক সাবিনা খাতুনসহ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করা ১৮ জনকে চুক্তিতে রাখা হয়নি। তবে বাফুফে এখনো তাদের মত পরিবর্তনের অপেক্ষায় আছেন। সর্বমোট ৫৫ জনের সঙ্গে চুক্তির পরিকল্পনা রয়েছে বাফুফের।

এখন পর্যন্ত কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় আসছে আরব আমিরাত সফরে বিদ্রোহীরা থাকছেন না সেটা একপ্রকার নিশ্চিত। তবে বাফুফে তাদের জন্য অপেক্ষা করার কথা জানিয়েছে। কিন্তু সে অপেক্ষা যে বেশি দীর্ঘতর হবে না সেটা অনুমেয়। আপাতত বর্তমান দল নিয়েই অনুশীলন করছেন বাটলার। তাদের নিয়েই আরব আমিরাতে যাবেন ব্রিটিশ কোচ।

Previous articleবাফুফের নতুন চুক্তি: বিদ্রোহী ১৮ ফুটবলারকে বাইরে রেখে পরিকল্পনা
Next articleকাবরেরার স্কোয়াড যেন এক ধাঁধা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here