প্রত্যাশিত জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু করল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার দশম রাউন্ডের খেলায় ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে মোহামেডান।
ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম গোল আসে মোজাফ্ফরভের দৃষ্টিনন্দন ফ্রি কিকে। ৮১তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় মোহামেডান। মোজাফ্ফরভের হেড রক্ষণে বাধা পেলেও বল পেয়ে যান রাহিম উদ্দিন, যিনি দুর্দান্ত বাঁকানো শটে জাল খুঁজে নেন। ৮৯তম মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন অধিনায়ক দিয়াবাতে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। ম্যাচের ২৩তম মিনিটে রহমতগঞ্জের ঐশী পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেলেও ফর্টিসের গোলরক্ষক সরোয়ার তা ঠেকিয়ে দেন। ৩৮তম মিনিটে দৃষ্টিনন্দন ফ্রি কিকে গোল করে ফর্টিসকে এগিয়ে দেন ভেলেরি। ৪৯তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ওমর বাবু। ৫৪তম মিনিটে রহমতগঞ্জের হয়ে বোয়াটেং এক গোল শোধ করলেও অতিরিক্ত সময়ে রনির সহায়তায় দ্বিতীয়বারের মতো গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন ওমর বাবু।
ময়মনসিংহে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি। দলের হয়ে মাত্র ৪র্থ মিনিটেই জয়সূচক গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো কুইপাপা, যিনি মধ্যবর্তী দলবদলে পুনরায় পুলিশের দলে যোগ দিয়েছেন।
এই জয়ের ফলে ১০ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করল মোহামেডান। ১০ ম্যাচে ফর্টিস এফসির সংগ্রহ ১৪ পয়েন্ট, রহমতগঞ্জ ও ব্রাদার্সের পয়েন্ট ১৫ করে। পুলিশের সংগ্রহ ১৩ পয়েন্ট, আর ৪ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় রয়েছে ওয়ান্ডারার্স।