গাম্বিয়ান সলোমন কিং হয়ে গিয়েছিলেন বাংলাদেশের ফুটবলের চেনা মুখ। শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলেছেন টানা ৫টি মৌসুম। এরপর বাংলাদেশ ছাড়লেও ২ মৌসুম পর আবারো ফিরছেন। তবে এবার ঠিকানা বদলেছে। ধানমন্ডি নয় – এবার সলোমন কিংয়ের নতুন ঠিকানা পুরান ঢাকা!
পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিতে যোগ দিয়েছেন গাম্বিয়ান মিডফিল্ডার সলোমন কিং। মৌসুমের দ্বিতীয় লেগে দলের শক্তি বাড়াতে বাংলাদেশের ফুটবলে পরীক্ষিত এই ফুটবলারের উপর আস্থা রাখছে ক্লাবটি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামালের জার্সিতে ৮৮ ম্যাচ খেলে ৪৫টি গোল এবং ২৮টি এসিস্ট করেন সলোমন। ফেডারেশন কাপেও ৭ ম্যাচে করেছেন ৩টি গোল এবং ২টি এসিস্ট। বাংলাদেশ ছেড়ে যোগ দিয়েছিলেন নর্থ মেসিডোনিয়ার ক্লাব ব্রেগালনিচা স্টিপে। সবশেষ তিনি খেলেছেন সাইপ্রাসের দ্বিতীয় স্তরের ক্লাব ডিগেনিস মর্ফুতে। জানুয়ারির পর থেকে ক্লাবহীন ছিলেন তিনি। আর এই সুযোগেই তাকে দলে ভিড়িয়ে নিয়েছে রহমতগঞ্জ।