বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন মুখ হিসেবে যুক্ত হলেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। তিনি বর্তমানে ইতালির সাসারি প্রদেশের ওলবিয়া শহরের ক্লাব ওলবিয়া কালসিও এফসিতে খেলেন, যা সিরি ‘এ’ লিগের চতুর্থ বিভাগে অংশগ্রহণ করে।
ফাহামিদুল ইতোমধ্যে সৌদি আরবের তাইফে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং আগামীকাল থেকে অনুশীলনে অংশ নেওয়ার কথা রয়েছে। তিনি বাংলাদেশ দলের সঙ্গে এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য প্রস্তুতি নেবেন। আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার অভিষেক হতে পারে লাল সবুজ জার্সিতে।
এর আগে ফাহামিদুলের ক্লাবের পাঠানো এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন,
‘বাংলাদেশের জার্সিতে খেলতে পারব ভেবেই আমি খুব খুশি। এটি আমার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। দেশের জন্য খেলব, আমি নিজেকে প্রস্তুত করছি এবং ক্যাম্পে গিয়ে ভালো করতে চাই। ভালো করার ব্যাপারে আমি আশাবাদী এবং অবশ্যই ভালো খেলে লক্ষ্য পূরণ করতে চাই।’
বাংলাদেশের স্কোয়াডে বর্তমানে পাঁচজন প্রবাসী ফুটবলার রয়েছেন। ফাহামিদুলের পাশাপাশি নতুন সংযোজন হলেন ইংল্যান্ড প্রবাসী শেফিল্ড ইউনাইটেডের তারকা ফুটবলার হামজা চৌধুরী। এছাড়াও আছেন ডেনমার্ক প্রবাসী জাতীয় দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী এবং কানাডা প্রবাসী সৈয়দ শাহ কাজেম কিরমানি।