কথা ছিলো হোম এবং অ্যাওয়ে ভেন্যুর মাধ্যমে আয়োজিত হবে আগামী সাফ চ্যাম্পিয়নশীপ। তবে মানুষের মনের খেয়ালখুশি মতো করে এই সিদ্ধান্তেও এসেছে পরিবর্তন। হোম এবং এওয়ে ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত না হয়ে নির্দিষ্ট ভেন্যুতে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশীপ।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশীপ। দক্ষিণ এশিয়ার এই ফুটবল প্রতিযোগিতায় পরিবর্তনের আবাস দেখা যাচ্ছিলো। এবছরের জানুয়ারিতে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট ভেন্যুর পরিবর্তে হোম এবং অ্যাওয়ে ভেন্যুতে আগামী সাফ আয়োজিত হবে। তবে দুই মাস পেরুতে না পেরুতে সেই সিদ্ধান্তে অটল থাকতে পারেনি কমিটি। কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের মতো একটি নির্দিষ্ট ভেন্যুতেই সাফের আগামী আসর আয়োজন করা হবে।

অবশ্য এর পিছনে ভিসা ইস্যুকে বড়সড় কারণ দেখিয়েছেন সাফের সভাপতি কাজী সালাউদ্দিন। তার মতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্কের টানাপোড়েন একটি নিত্যনৈমিত্তিক বিষয়। এর ফলে খেলোয়াড়দের ভিসা ইস্যু অনেক বড় আকার ধারণ করবে। এই সমস্যা কারণে হোম এবং অ্যাওয়ে ম্যাচের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে সাফ।

হোম এবং অ্যাওয়ে ভেন্যুর পরিবর্তে পূর্বের নির্দিষ্ট ভেন্যুতে সাফের আগামী আসর আয়োজন করার নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হলেও, এখন পর্যন্ত ভেন্যু নির্ধারণ করা হয়নি। ভেন্যু নির্ধারণের ক্ষেত্রে সাফের মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভের মতামত গুরুত্ব পাবে। তবে ধারণা করা হচ্ছে শ্রীলঙ্কাকে সাফের আগামী সিজনের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হবে।

Previous articleইতালি থেকে সৌদি আরবে বাংলাদেশের ক্যাম্পে যোগ দিলেন ফাহামিদুল
Next articleঅ-১৯ সাফে বাংলাদেশ ও ভারত আলাদা গ্রুপে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here