এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য গত ৫ মার্চ সৌদি আরবের তায়েফে ক্যাম্প শুরু করে বাংলাদেশ দল। মূল পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা সুদানের বিপক্ষে একটি ও স্থানীয় দুটি দলের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলতে চেয়েছিলেন। তবে সেই পরিকল্পনায় বাধা এসেছে, কারণ সুদান দল আজ (মঙ্গলবার) সকালে তায়েফ ছেড়ে ওমানের উদ্দেশ্যে রওনা করেছে।

মূলত অভ্যন্তরীন সমস্যায় বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি আফ্রিকার দেশ সুদান। দলটির কোচের বেতন বকেয়া থাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার সময় অনুশীলন বয়কট করেন তিনি। পরবর্তীতে খেলার কথা থাকলেও আর হয়নি। বাংলাদেশের ম্যানেজার আমের খান জানান,

‘আমরা তিনদিন অপেক্ষা করেছি, কিন্তু সুদানের অভ্যন্তরীণ সমস্যার কারণে ম্যাচটি খেলা সম্ভব হলো না।’

ফিফা র‌্যাঙ্কিংয়ে সুদান বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে। তাই তাদের বিপক্ষে খেলা হলে বাংলাদেশের শক্তিমত্তা যাচাই করা যেত। গত বছর মার্চে দুই দল একই সময়ে তায়েফে ক্যাম্প করেছিল এবং তখন একটি অনুশীলন ম্যাচ খেলেছিল। কিন্তু এবার সেই সুযোগ হারালো বাংলাদেশ। তাই এখন বিকল্প পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ। তায়েফের দুটি স্থানীয় ক্লাবের বিপক্ষে ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা চলছে।

 

Previous articleঅ-১৯ সাফে বাংলাদেশ ও ভারত আলাদা গ্রুপে
Next article‘আমার মন্তব্যটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here