বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ (বিসিএল)-এ আজকের ম্যাচে জয় পেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ, বিআরটিসি স্পোর্টস ক্লাবকে তারা পরাজিত করেছে। অন্যদিকে ফরাশগঞ্জের বিপক্ষে জয় পেয়েছে সিটি ক্লাব। তবে ড্র হয়েছে ঢাকা রেঞ্জার্স ক্লাব ও ওয়ারী ক্লাবের মধ্যকার ম্যাচ।
আজ বিসিএলে মুখোমুখি হয়েছিলো আরামবাগ ক্রীড়া সংঘ এবং বিআরটিসি স্পোর্টস ক্লাব। বিআরটিসি স্পোর্টস ক্লাবকে ৩-১ গোলে পরাজিত করেছে আরামবাগ ক্রীড়া সংঘ। আরামবাগের হয়ে জাকির হোসেন জিকু ২ টি এবং আরিফুল ইসলাম সাখাওয়াত ১ টি গোল করেন। বিপরীতে বিআরটিসির হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ ইমন।
আরামবাগের জয়ের দিনে জয় পেয়েছে সিটি ক্লাবও। তারা আজ ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিলো। ম্যাচে ফরাশগঞ্জকে ৩-১ গোলে পরাজিত করে সিটি ক্লাব। পরাজয়ের দিনে প্রথম লিডটি নিয়েছিলো ফরাশগঞ্জ। গোলটি আসে ম্যাচের ৫ মিনিটে এবং গোল করেন মোহাম্মদ সুজন। তবে ম্যাচে ফিরে আসে সিটি ক্লাব। একে একে ৩ গোল করে তারা ৩-১ গোলের জয় তুলে নেয়। সিটি ক্লাবের জার্সিতে গোল করেন মবিনুর রশীদ, মাসুম মিয়া ও মিজানুর রহমান।
তবে আজ ঢাকা রেঞ্জার্স ক্লাব এবং ওয়ারী ক্লাবের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।