জাতীয় ফুটবল দলের হয়ে আবারও খেলার দ্বার উন্মুক্ত হচ্ছে ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জন্য। মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের প্রাথমিক ক্যাম্পে ডাক পেলেও শেষ পর্যন্ত মূল দলে থাকতে পারেননি তিনি। সৌদি আরব ক্যাম্প শেষে ফিরে যেতে হয় ইতালিতে। বিষয়টি নিয়ে কম আলোচনা হয়নি। সমর্থকরা রাস্তায় নেমে আন্দোলন করেছে। এবার সেই ফাহামিদুলকে নিয়ে আবারও ইতিবাচক পদক্ষেপ নিতে যাচ্ছে জাতীয় দল কমিটি।
বুধবার ফেডারেশন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন,
‘ফাহামিদুলকে নিয়ে আলোচনা হয়েছে, আমরা বলেছি তাকে অন্তর্ভুক্ত করতে। কোচ যদি মনে করে কোনও খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা যেতে পারে, সেখানে ফেডারেশনের কোনও হস্তক্ষেপ থাকবে না। আমরা কোচকে প্রাধান্য দিচ্ছি। ফাহামিদুল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে। কোচকে বলেছি তার সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা কোনও কিছু চাপিয়ে দেইনি। ৩১ মে জানা যাবে কোন কোন খেলোয়াড়কে ডাকা হবে।’
তিনি আরও জানান ৩১ মে জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হবে। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে রয়েছে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে ৫ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে আমিরুল ইসলাম বলেন,
‘আমরা ৫ জুন প্রস্তুতি ম্যাচ খেলবো। যেহেতু আমাদের ঢাকাতে খেলা তাই খেলাটা ঢাকায় আয়োজন করতে চাইবো। দুই একদিনের ভেতর ঠিক করা হবে। সুদান, সাইবেরিয়া ও ভুটানের সঙ্গে কথা হচ্ছে। আমরা সুদানকে প্রাধান্য দিচ্ছি, তারা আমাদের এখানে আসার আগ্রহ দেখিয়েছে।’
মিডিয়া কমিটির চেয়ারম্যান সাইবেরিয়া নামে দেশ বললেও এটি আলাদা কোনো দেশ নয়, এছাড়া তাদের ফুটবলেও কোনো জাতীয় দল নেই।
জাতীয় দলের খেলোয়াড় বাছাই প্রক্রিয়াকে আরও কার্যকর করতে তিন সদস্যের একটি সিলেকশন কমিটি গঠন করার চিন্তাভাবনাও চলছে বলে জানিয়েছেন আমিরুল। তিনি বলেন,
‘কোচকে সহায়তা করার জন্য সাবেক খেলোয়াড়দের নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটা সিলেকশন কমিটি বানানো হবে। তারা প্রতিটি খেলা দেখবে। কোন খেলোয়াড়রা কেমন খেলছে সেটা দেখবে।’
এছাড়া জাতীয় দলের জন্য বিদেশি গোলকিপিং কোচ নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে।