শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে জয়লাভ করে প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার পর বার্নলির সমর্থকদের উল্লাস মাঠে অনুপ্রবেশের মাধ্যমে এক অপ্রত্যাশিত মোড় নেয়। ম্যাচ শেষে টার্ফ মুর স্টেডিয়ামে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়, আর এতে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামের ব্যয়বহুল এলইডি বোর্ড। একইসঙ্গে বাংলাদেশি তারকা হামজা চৌধুরীকে লাঞ্ছিত করার ঘটনাও ঘটান বার্নলি সমর্থকরা। যার কারণে হামজাও মেজাজ হারান।

বার্নলির কাছে শেফিল্ড হারলেও মাঠে উজ্জ্বল ছিলেন হামজা। দলের জয় উদযাপনে মাঠে নেমে আসা একাধিক বার্নলি সমর্থক হামজার সঙ্গে ঠাট্টা-বিদ্রূপাত্মক আচরণ করেন, যা দ্রুতই উত্তপ্ত বাকবিতণ্ডায় রূপ নেয়। এরপর উত্তেজিত হামজাকে তার ক্লাবের স্টাফ ও নিরাপত্তাকর্মীরা টানেলে নিয়ে যেতে শারীরিক শক্তি প্রয়োগে বাধ্য হন।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বার্নলির বিজয় উৎসবে মেতে ওঠা সমর্থকরা হামজাকে বর্ণবিদ্বেষমূলক গালাগালি করেছে। যে কারণে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে পড়েন। এসব ঘটনার পর শুক্রবার এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে,

“সোমবারের মাঠে অনুপ্রবেশের ফলে মাঠ ঘিরে থাকা এলইডি বোর্ডগুলোতে গুরুতর ক্ষতি হয়েছে। এই ক্ষতির খরচ যারা ঘটিয়েছে, তাদের থেকেই আদায় করা হবে।”

ক্লাবটি আরও জানায়, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এ ঘটনার তদন্ত শুরু করেছে। বার্নলি জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মাঠে ঢোকা প্রত্যেককে শনাক্ত করার কাজ চলছে এবং যাদের শনাক্ত করা যাবে, তাদের উপর স্টেডিয়াম প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে। কিছু ক্ষেত্রে পুলিশি ব্যবস্থাও গ্রহণ করা হবে।

ইতিমধ্যেই দুই সমর্থককে মাঠে প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং তার উপর স্টেডিয়াম নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও, একজন সমর্থককে চিহ্নিত করা হয়েছে যিনি মাঠে ঢুকে ফ্লেয়ার নাড়িয়েছেন এবং আরেকজনের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় তিনি শেফিল্ড ইউনাইটেড ম্যানেজার ক্রিস ওয়াইল্ডারের কাছাকাছি গিয়ে তাকে গালিগালাজ করছেন।

ক্লাবটি স্পষ্ট করে দিয়েছে, ভবিষ্যতে এমন কর্মকাণ্ড যাতে না ঘটে সে লক্ষ্যে তারা কঠোর পদক্ষেপ নেবে এবং মাঠের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে।

Previous articleরোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে কাতারে রাষ্ট্রীয় সফর থেকে ফিরলেন আফঈদা ও রিপা
Next articleশিরোপা লড়াইয়ে এগিয়ে যেতে মুখোমুখি আবাহনী ও মোহামেডান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here