জাতীয় দলের ম্যানেজার ইস্যুতে আলোচনা-সমালোচনা কম হয়নি। নির্দিষ্ট এক ক্লাবকর্তা ম্যানেজার পদে থাকা নিয়ে বাফুফে’কে পড়তে হয়েছে নানা প্রশ্নের মুখে। তবে এবার দেরিতে হলেও জতীয় দলের জন্য নিরপেক্ষ ও বেতনভুক্ত ম্যানেজার নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
উক্ত বিষয়ে কাজী সালাহউদ্দিন বলেন, ‘ম্যানেজার নিয়ে সিদ্ধান্ত নিবে ন্যাশনাল টিমস কমিটি। ম্যানেজার নিয়ে অনেক রকম আলাপ হচ্ছে। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে দুয়েকটা জিনিসের। একটা হলো আমরা একজন পেশাদার ম্যানেজার চাই। কারণ আমাদের খুব একটা টেকনিক্যাল ম্যানেজার দরকার নাই।’
তবে এই প্রক্রিয়ায় আলোচনায় এসেছে জাতীয় দলের খেলোয়াড় বাছাইয়ের বিষয়টি। জাতীয় দলের জন্য দেখা মিলতে পারে নির্বাচক কমিটির। এই বিষয়ে কাজী সালাহউদ্দিন জানান, ‘বিশ্বব্যাপী ম্যানেজার ও কোচ তারা খেলোয়াড় বাছাই করে। আমি আপনাদের রিকোয়ারম্যান্ট নিয়ে দ্বিমত প্রকাশ করছি না তবে কোচ সব খেলা দেখে না। কিছু কিছু হয়তো বাদ পড়ে যায়। সেজন্য হয়তো আমরা এবার ইনিসিয়াল একটা কমিটি করতে পারি যা হবে স্ক্রিনিং কমিটি। যেটা নির্বাচক কমিটিও বলতে পারেন।’
বাফুফে বসের মন্তব্যগুলোর ভিত্তিতে পূরণ হওয়ার পথে সমর্থকদের অনেক দিনের চাওয়া জাতীয় দলে একজন নিরপেক্ষ ম্যানেজার। পাশাপাশি বোনাস হিসেবেই পাওয়া যেতে পারে একটি আলাদা নির্বাচক কমিটি। নভেম্বরের প্রথম সপ্তাহে ন্যাশনাল টিমস কমিটির সভায় এই সকল বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানা গিয়েছে।