করোনা মহামারীতে জাতীয় দলে খেলোয়াড়রা ছিলেন দলীয় অনুশীলনের বাহিরে। ফলে নেপালের বিপক্ষে হতে যাওয়া দুটি ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে ফিটনেস। কিন্তু এএফসি কাপ বাতিল হওয়ার পরও একমাস অনুশীলনের ছিলো বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। এই ক্লাব থেকে ১৪ জন ফুটবলার রয়েছে জাতীয় দলে ৩৬ সদস্যে প্রাথমিক স্কোয়াডে।

কিছুদিন আগেই অনুশীলন থেকে ছুটি মেলে কিংসের খেলোয়াড়দের। ফলে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার পর সকলেই ভেবে নিয়েছিলো অন্য খেলোয়াড়দের তুলনায় ফিটনেসে অনেক এগিয়ে থাকবে কিংসের খেলোয়াড়রা। কিন্তু সেই ভাবনা একেবারেই পাল্টে দিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার। একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘কিংসের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। তাদের লেভেল ক্যাম্পের অন্যদের কাছাকাছিই আছে।’

কোচের কথা শুনে অনেকেই হতাশ হওয়ার পাশাপাশি রেখেছেন একটি প্রশ্নও, ‘তবে ক্লাবের অনুশীলনে কোন লাভ হলো না?’ বিষয়টা আসলে তা নয়। অনুশীলন করা ও ম্যাচ ফিটনেসে মধ্যে রয়েছে বিস্তর তফাৎ। বিষয়টি পরিস্কার করেছেন জাতীয় দল ও বসুন্ধরা কিংসের মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ। তিনি অফসাইডকে জানান, ‘কোচ ম্যাচ ফিটনেসের কথা বলেছেন। ম্যাচ ফিটনেসটা আলাদা বিষয়। যেহেতু গত আট মাস আমরা ম্যাচ খেলি নি সেহেতু আমরা সবাই সমান্তরালে। যদি ম্যাচ ফিটনেস আর ট্রেনিং ফিটনেসের কথা বলেন তাহলে দুইটা দুই রকম। প্র্যাকটিস ফিটনেসে অন্যদের থেকে আমরা অনেক এগিয়ে। ম্যাচ ফিটনেসের বিষয়ে কোচের কথার সাথে আমি একমত।’

ম্যাচ প্র্যাকটিসের পাশাপাশি অনুশীলে বিরতির বিষয়টি বলেছেন জাতীয় দল ও বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তিনি অফসাইডকে বলেন, ‘ছুটির কারনে দশ বারো দিন ধরে আমরা ট্রেনিং করিনি। এজন্য ফিটনেসে ঘাটতি দেখা যাচ্ছে। আর আমরা ক্লাবে ট্রেনিং করলেও ম্যাচ খেলি নি। এজন্যই ঘাটতিটা বেশি রয়েছে। সকালে আমরা যে রোদের মধ্যে ট্রেনিং করতেছি এটা ক্লাবে আমরা করিনাই। ক্লাবে আমরা বিকালে ট্রেনিং করেছি । এজন্য ওয়েদারের সাথে এডযাস্ট করতে আমাদের একটু কষ্ট হচ্ছে। তবে ম্যাচ খেলতে পারলে আমরা সেরাটাই দিতে পারবো।’

একই কথা জানিয়েছেন জাতীয় দল ও বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। অফসাইডকে তিনি জানান, ‘ক্লাবের হয়ে আমরা দেড় মাস অনুশীলন করি, কিন্তু এরপর প্র্যাকটিস বন্ধ থাকে। এই দিনগুলো(ছুটির) হয়তো সঠিক অনুশীলন হয়নি। এছাড়া প্রতিযোগীতামূলক ম্যাচ থেকে আমরা দূরে থাকায় ফিটনেস ঐ লেভেলে নেই। কোচ সেই ফিটনেসের কথাই বলতে চেয়েছেন।’

Previous article৭ নভেম্বর মাঠে ফিরছে মহিলা লীগ
Next articleজেমি-জামালে পূর্ণ হলো ক্যাম্প

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here