অবশেষে মাঠে এসে সরাসরি শিষ্যদের শেখানো শুরু করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। গত আগস্টে নতুন চুক্তির পর এই প্রথম শিষ্য সাথে মাঠের অনুশীলনে যোগ দিয়েছেন এই ইংলিশ কোচ।

করোনা ভাইরাসের কারণে এতোদিন হোয়াটসঅ্যাপে দিকনির্দেশনা দিলেন এবার মাঠে এসে জামাল-তপুদের শেখাতে পেরে খুশি জেমি ডে। নিজে আসার সময় সাথে এনেছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস ও নতুন গোলকিপার কোচ লেস ক্লিভলিকে। ফলে পুরোদমে শুরু হয়েছে নেপাল ম্যাচের প্রস্তুতি।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জেমি জানান, ‘আমি ম্যাচ খেলার অপেক্ষায় আছি। আগেও আমি এই কথা বলেছি যে এটা শুধু ফলনির্ভর খেলা নয়। অবশ্যই জয় আমাদের কাম্য, তবে একইসঙ্গে বাংলাদেশে মাঠের খেলাটা ফিরিয়ে আনাটাও লক্ষ্য।’

প্রথম দিনের অনুশীলন শেষে সকলে পরিশ্রমে খুশি হলেও ফিটনেস নিয়ে এখনও কাজ করতে হবে বলে জানান জেমি, ‘তারা এখনও পুরোপুরি ফিট হতে পারেনি। একেকজন একেক অবস্থায় আছে। কিংসের (বসুন্ধরা) খেলোয়াড়েরা এগিয়ে। এটা নিয়ে আগামী কয়েকদিনে কাজ করতে হবে। আমরা খেলোয়াড়দের বলেছি ম্যাচ খেলার জন্য ফিট হতে হবে।’

তবে সব শেষে মাঠের অনুশীলনে ফিরেই খুশি জেমি, ‘খেলোয়াড়েরা কঠোর পরিশ্রম করে যাচ্ছে। কয়েকদিনের অনুশীলনেই তাদের উন্নতি চোখে পড়েছে। অনেকদিন পর অনুশীলনে তাদের দেখতে পেয়ে আমি খুশি।’

Previous articleআজ থেকে শুরু দলবদল; আরামবাগ ১৭ জন, মোহামেডান ৯ জন খেলোয়াড় ছেড়েছে!
Next articleজিততেই মাঠে নামবেন জামাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here