সবাই জিততে চায়, তাই আমাদের জিততেই হবে’ অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সামনে একথা বলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া। আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ দুইবারের লড়াইয়ে নেপালের কাছে হারতে হয়েছিল লাল-সবুজ বাহিনীকে। নেপালের কাছে হেরে যাওয়া কেউই মেনে নিতে পারে নি। যার দুঃস্মৃতি এখনো ভুলে নি খেলোয়াড়েরা।

মাঠের লড়াইয়ের আগে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছে জেমি ডে’র শিষ্যরা। দুটি ম্যাচ দেশেই অনুষ্ঠিত হবে বলে বেশ আত্মবিশ্বাসী জামাল ভূঁইয়ারা। অনুশীলন শেষে ফিনল্যান্ড প্রবাসী খেলোয়াড় তারিক কাজীকে নিয়ে জামাল জানান, ‘তারিক দলে নতুন। তবে তার দলে আসায় আত্মবিশ্বাস আরও বাড়বে। দলে নতুন বলে সে একটু সংকোচবোধ করে, কিন্তু সে ভালো করছে।’

এতোদিন পর খেলায় ফেরায় সকলের দৃষ্টি খেলোয়াড়দের ফিটনেসের দিকে। দলের ফিটনেস নিয়ে জামাল বলেন, ‘সত্যি বলতে টিমটা পুরোপুরি ফিট নয়। আজকে আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি। অনেকের সমস্যা আছে। তাই আমাদের অনেক পরিশ্রম করতে হবে।’ জাতীয় দলের অনুশীলনের আগে বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা এক মাস অনুশীলন করেছেন। ফলে অন্যদের চেয়ে এগিয়ে তারা। এই বিষয়ে জামাল জানান, ‘আমার মনে হয়েছে বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা তুলনামুলকভাবে বেশি ফিট। তারা তো দলীয় অনুশীলন করতে পেরেছে। অন্যরা সেই সুবিধা পায়নি। একা একা অনুশীলন দলীয় অনুশীলনের চেয়ে আলাদা। অন্যরা সামনের দিনগুলোতে ফিট হয়ে যাবে। তবে কঠোর পরিশ্রম করতে হবে, না হলে আমাদের পারফরম্যান্স ভালো হবে না।’

Previous articleমাঠের অনুশীলনে ফিরেই খুশি জেমি
Next articleআজ শুরু জেএফএ অনুর্ধ্ব-১৪ নারী চ্যাম্পিয়নশীপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here