বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে নেপাল দল এখন ঢাকায়। বাংলাদেশে এসে প্রথমেই করোনা পরীক্ষা করে কোয়ারান্টাইনে ছিলো তারা। আজ সকলে ফলাফল পকাশ হয় যাতে সকলেই ‘নেগেটিভ‘ হয়েছে।
নিজ দেশে অনুশীলন শুরু করার পর থেকে ৬-৭ জন খেলোয়াড়কে করোনার জন্য বাংলাদেশে আনতে পারেনি নেপাল। ফলে বাংলাদেশে আসার পরও কিছুটা চিন্তার ভাজ ছিলো নেপালের কোচের কপালে। তবে সবার রিপোর্ট নেগেটিভ হওয়ায় বর্তমানে স্বস্তি ফিরেছে নেপালী শিবিরে।আগামীকাল রবিবার সকাল থেকে বাল গোপাল মহারজনের দলের মাঠে অনুশীলন শুরু করতে আর কোনও বাধা রইলো না।
কোয়ারান্টাইনে থাকলেও নেপাল দল হোটেলে স্ট্রেচিং করেছে। নিজেদের ফিট রাখার জন্য সব রকমের চেষ্টাই করছে তারা। তবে মাঠের অনুশীলন ছাড়া প্রস্তুতি পরিপূর্ণ হয় না। মাঠে অনুশীলন করতে পারলে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারবে বলে আশা করছে নেপাল দল। এখন শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি পত্রে অপেক্ষা যা দ্রুতই ব্যবস্থা করে দেয়ার বিষয়ে আশাবাদী বাফুফে।