প্রথম ম্যাচে ছিলেন চব্বিশ জনের দলে। আশরাফুল ইসলাম রানা দলে না থাকায় এবং অন্য গোলরক্ষক জিকো থেকে অভিজ্ঞতায় এগিয়ে থাকায় শহীদুল আলম সোহেলেরই খেলার কথা ছিলো প্রথম ম্যাচটি। কিন্তু ঐদিন দুপুরেই পান দুঃসংবাদ। তার কোমড়ে চিড় ধরা পড়ে। ফলে আর মাঠে নামা হয়নি তার।
নেপালের বিপক্ষে ২০১৮ সালে করা সেই ভুলটি সবসময়ই তাড়িয়ে বেড়ায় শহীদুলকে। উড়ে আসা একটি বল হাত ফসকে বেড়িয়ে গিয়ে গোল হওয়ার বিষয়টি তিনি কখনও ভুলতে পারেন না। ফলে এবারের নেপালের ম্যাচের আগে প্রস্তুতি নিয়েছিলেন আরো কঠোরভাবে। কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় আর মাঠে নামা হচ্ছে না তার।
আজ দুপুরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে নিজের ক্লাব ঢাকা আবাহনীর ক্যাম্পে উঠেছেন তিনি। জাতীয় দলের অস্ট্রেলিয়ান ফিজিও শহীদুলের এমআরআই অস্ট্রেলিয়ায় পাঠায় এবং সেখান থেকে তাকে বিশ্রামের পরামর্শ দেয়া হয়। এই ইনজুরির কারনে নেপালের বিপক্ষে পরবর্তী ম্যাচ ছাড়াও কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিও মিস করবেন তিনি।