বাংলাদেশ ও নেপালের মধ্যকার মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দূর্দান্ত জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তবে গোলের ব্যবধান নিয়ে সন্তুষ্ট নন তিনি। ব্যবধান আরো বাড়ানো যেত বলে আক্ষেপ করেন একসময়কার দেশ সেরা ফরোয়ার্ড কাজী সালাউদ্দিন।
সংবাদ মাধ্যমকে কাজী সালাউদ্দিন বলেন, ‘ভালো ম্যাচ হয়েছে। দুই দলই ভালো খেলেছে। প্রথমার্ধে বাংলাদেশ খুবই ভালো খেলেছে। বিশেষ করে প্রথমার্ধে আরও দুই-একটা গোল হওয়া উচিত ছিল। তপু বর্মণের হেডে গোল হতে পারতো। কেন মিস করছে, ওকে জিজ্ঞেস করলে বলতে পারবে। ও গোলটা করলে ম্যাচটা তখনই ফিনিশ হয়ে যেতে পারতো। কিন্তু এটাই ফুটবল।’
এই দুই ম্যাচকে ঘিরে এক কোটি টাকা খরচ হচ্ছে বাফুফে’র। তবে এই টাকা বাফুফে নিজ তহবিল থেকে খরচ করছে। ফেডারেশনের অনেকে সদস্যই তহবিল থেকে টাকা খরচ করার পক্ষে ছিলো না। কিন্তু একপ্রকার জোড় করেই টাকা নিয়েছেন সভাপতি। কেননা ম্যাচ না খেলতে নিজেদের অবস্থান জানার সুযোগ নেই। তাই নিজেদের ভালোর জন্য এই প্রীতি ম্যাচগুলোর আয়োজন করেছে বাফুফে। ‘আমি কোথায় আছি, সেটা জানতে হলে আমাকে খেলতে হবে। ভালো করতে হলে ফুটবল খেলতে হবে। এবং খেলোয়াড়দের যতটুকু সুযোগ-সুবিধা দেওয়া দরকার, যথাসম্ভব আমরা সেটা দেবো।’– বলেন সালাউদ্দিন।
নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শেষে কাতারে রওনা হবে জাতীয় দল। ম্যাচের আগে ট্রেনিং পর্যাপ্ত সময় নেই বলে মনে করেন কাজী সালাউদ্দিন, ‘কাতার ম্যাচ বাকি আছে তিন থেকে চার সপ্তাহ। যথেষ্ট সময় নয়। কাতার তিন থেকে চার মাস আগে থেকে ট্রেনিং করছে। ওরা বিশ্বকাপের আয়োজক। এশিয়ার চ্যাম্পিয়ন। আমি আশা করবো, শ্রদ্ধা রেখে খেলে আসবে।’