আসন্ন মৌসুমের জন্য ইতিমধ্যে দলবদল শুরু হয়েছে। দেশের খেলোয়াড়দের দলবদলের ঝামেলা না থাকায় বিদেশী সংগ্রহে মনোযোগী বাংলাদেশ প্রিমিয়ার লীগের ক্লাবগুলো। বসুন্ধরা কিংস ইতিমধ্যে তাদের চারজন বিদেশী নিশ্চিত করেছে। গতকাল নিজেদের দুজন বিদেশী নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ এফসি।
আগামী মৌসুমে পুলিশ এফসি’র জার্সি গায়ে মাঠে দেখা যাবে আইভেরি কোস্টের ল্যানকিন তোরে ও বাল্লো ফামুসাকে। বাংলাদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে দুই ফুটবলারেরই। নিজেদের প্রমান করেই জায়গা করে নিয়েছেন পুলিশের তাবুতে। ল্যানকিন সর্বশেষ মৌসুমে খেলেছেন ব্রাদার্স ইউনিয়নে। বাল্লো ছিলেন শেখ জামাল ডিসি’র খেলোয়াড়।
পেশাদার ফুটবলে ভারত ও বাংলাদেশের লীগেই খেলেছেন ডিফেন্ডার ল্যানকিন তোরে। কলকাতা মোহামেডান, কাশমির, মিনার্ভা পাঞ্জাব ঘুরে গতবারই যোগ দেন ব্রাদার্স ইউনিয়েনে।
গোল করতে পারদর্শী বাল্লো ফামুসা’র অভিজ্ঞতা রয়েছে থাই লীগে খেলার। থাইল্যান্ডের ইয়ালা ইউনাইটেড, উথাই থানি এফসি, সিংবুড়ি এফসি, এয়ারফোর্সের মতো দলে খেলে এসেছেন তিনি। লাওসের দল লাও টয়োটা হয়ে ২০১৮-১৯ মৌসুমে যোগ দেন বাংলাদেশেরে মুক্তিযোদ্ধা সংসদ কেসিতে। সেখান থেকে গতবার খেলেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। পরিত্যক্ত হওয়া মৌসুমে লীগে করেছেন তিন গোল। ২০১৮-১৯ মৌসুমে করেছিলেন ১১ গোল।