গতকাল হঠাৎ করেই বড় দুঃসংবাদ পায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। করোনা পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসে দলের প্রধান কোচ জেমি ডে। করোনা লক্ষণ তেমন বেশি না থাকায় আবারো পরীক্ষা করান জেমি। তবে তাতেও কাজ হয়নি। আবারো করোনা পজিটিভ হয়েছেন তিনি।
আজ বিকাল ৫ টায় দ্বিতীয়বার করোনা পরীক্ষার ফলাফল পান জেমি ডে। পজিটিভ আসায় আগামীকালের ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না এই ব্রিটিশ কোচ। ফলে কাল গুরু দায়িত্ব পালন করতে হবে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসকে। তবে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস দ্রুত দলের সাথে চান জেমি ডে’কে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ তিনি(জেমি) আমাদের প্রধান কোচ। আমরা তাকে যত দ্রুত সম্ভব দলের সাথে চাই।’
জেমির দলের সাথে না থাকাটা মাঠের খেলায় প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘জেমি থাকুক বা না থাকুক আমাদের ফোকাস সেইম থাকবে। আমাদের প্ল্যান সেইম থাকবে। স্টুয়ার্ট থাকবে সেখানে। এটা একটা ম্যাচের ব্যাপার মাত্র।’